পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, ‘ঢাকা শহরে যারা বসবাস করেন, তারা তুলনামূলকভাবে সৌভাগ্যবান। কিন্তু যেসব নারী গ্রামে, মফস্বলে, হাওরা লে, চরা লে, পাহাড়ে ও উপকূলে বসবাস করেন, তাদের সুযোগ কম। আমাদের দায়িত্ব হবে সেইসব নারীকে সামনে নিয়ে আসা। তাদের উদ্যোগকে উৎসাহ দেওয়া। তাদের সমস্যা ও চাহিদাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ করা। সরকারের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এখানে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।’ শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে নেক্সাস টেলিভিশন এবং উই ক্যানের আয়োজনে উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা’র সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন৷ এম. এ. মান্নান বলেছেন, ‘প্রতিদিনের রুটিনের বাইরে পা বাড়িয়ে নিজের মতো কিছু একটা করার যে মানসিকতা আমাদের দেশের নারীদের মধ্যে রয়েছে, সেটি খুবই আশার কথা। তাদের নিজের মতো কিছু একটা করতে চাওয়ার এই প্রবণতাই দেশে প্রচুর নারী উদ্যোক্তা তৈরি করেছে।’ দিনব্যাপী এই নারী উদ্যোক্তা সম্মেলনে অংশ নেন দেশের ১৫০ জন উদ্যোক্তা, পেশাজীবী ও বিশেষজ্ঞরা। উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ ঘটানো এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেক্সাস টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মোহাম্মদ সানাউল্লাহ।