বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন স্বরূপকাঠি উপজেলা শাখার সভাপতি মোঃ মাহাবুবুল হাসান মুরাদ এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল পারভেজ নির্বাচিত হয়েছেন। অদ্য ২৮.১২.২০২২ ইং তারিখ বুধবার সকাল ১০ ঘটিকার সময় নেছারাবাদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তন কক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন স্বরূপকাঠি উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। জনাব মোঃ মাহাবুবুল হাসান মুরাদ এর সভাপতিত্বে এবং জনাব দুলাল হালদার এর সঞ্চালনায় পবিত্র কোরআন ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত সম্মেলনে বক্তারা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশন এর ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান বক্তা জনাব মোঃ মামুনুর রশিদ মুন্না বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বারদের ১১ দফা দাবি আদায়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ৪নং আটগর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মিঠুন হালদার বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হওয়া সবচেয়ে কঠিন। আপনাদের কোন দলীয় প্রতীক নেই, নিজের যোগ্যতা প্রমাণ করেই এখানে আসতে হয়। ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান একে অপরের পরিপূরক। দেশ ও সমাজ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। উক্ত সম্মেলনে মান্যবর অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ জনাব আব্দুল হক, জেলা পরিষদ সদস্য ও সদস্য স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগ জেসমিন আক্তার ময়না, ভাইস চেয়ারম্যান স্বরূপকাঠি উপজেলা পরিষদ নার্গিস জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান স্বপন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফরিদ রানা প্রমূখ। এছাড়া বক্তব্য রাখেন, মোঃ মাহবুবুল হাসান মুরাদ, মোঃ সোহেল পারভেজ, দুলাল হালদার, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোঃ নকিতুল্লাহ, শ্রীমতি মিলি রানী সুতার, মোঃ ইসমাইল হোসেন, মোহাম্মদ শাহাবুদ্দিন (সোহেল রানা), অসীম হাওলাদার, শরিফ মাহমুদ ও তারান্নুন আক্তার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয় সভাপতি মোঃ মাহাবুবুল হাসান মুরাদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল পারভেজ ও সাংগঠনিক সম্পাদক অসীম হাওলাদার নির্বাচিত হন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।