আগামীকাল শুক্রবার ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিরোধী দলের গণমিছিল। ওই দিন ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১০ দফা দাবিতে ঐক্যবদ্ধ অন্যান্য দল, জোট ও ম । ২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ হিসেবে গত কয়েক বছর ধরে পালন করে আসছে বিএনপি। চলমান আন্দোলনের পরবর্তী কার্যক্রম নিয়ে ১২ দলীয় ও ৭ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করেছে বিএনপি। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও মো: আব্দুল আউয়াল মিন্টু। গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১২ জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ এলডিপির (বিএলডিপি) শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের রফিকুল ইসলাম, জাগপার ইকবাল হোসেন, এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল ও বাংলাদেশ ইসলামিক পার্টির আবুল কাশেম প্রমুখ।
বৈঠকের পর বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে ১২ দলীয় জোটের শীর্ষ কয়েকজন নেতা জানিয়েছেন, বিএনপি তাদের কাছে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে মতামত নিয়েছেন। বিএনপির নেতৃবৃন্দ বলেছেন যে, দেশের চলমান পরিস্থিতিতে বর্তমান সরকারকে আর সময় দেয়া যায় না। এমতাবস্থায় অতিদ্রুত সরকার পতনের লক্ষ্যে এক দফার আন্দোলনে যেতে হবে। সেই আন্দোলন আসন্ন রমজানের আগেই কীভাবে করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জোটের শীর্ষ দুদজন নেতা জানান। এদিকে সন্ধ্যায় সমমনা আরো সাত দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ড. ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দল, ন্যাপ ভাসানি, পিপলস লীগের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন বিএনপির নেতারা।
অবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনসহ ১০ দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ দফা আন্দোলনের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত শনিবার ঢাকা ও রংপুর মহানগর বাদে সারা দেশে বিভাগ ও জেলা পর্যায়ে গণমিছিল করেছে বিএনপি, জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলো।