সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

বাংলাদেশ যুব গেমস: ৪২৯ স্বর্ণের জন্য লড়বেন ৬০ হাজার ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

প্রতি দুই বছর অন্তর একবার বাংলাদেশ গেমস ও একবার বাংলাদেশ যুব গেমস আয়োজনের ঘোষণা দিয়ে ২০১৮ সালে প্রথম আয়োজন হয়েছিল যুব গেমস। সে হিসেবে দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস হওয়ার কথা ছিল ২০২২ সালে।
তবে করোনার কারণে দেশের দুটি বড় গেমসেরই শিডিউল ঠিক রাখা সম্ভব হয়নি। এ বছরের পরিবর্তে বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসর শুরু হচ্ছে নতুন বছর ২০২৩ সালে। ২ জানুয়ারি সোমবার উপজেলা পর্যায়ের খেলা দিয়ে মাঠে গড়াবে দেশের যুবাদের সবচেয়ে বড় এই গেমসের দ্বিতীয় আসর।
এবারের আসরের নামকরণ করা হয়েছে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস। এবার আগের চেয়ে ডিসিপ্লিনও বেড়েছে। ২০১৮ সালে গেমস হয়েছিল ২১ ডিসিপ্লিন নিয়ে। এবার যোগ হয়েছে তিনটি। যোগ হওয়া তিন ডিসিপ্লিন হচ্ছে- সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিকস।
৪৯৫ উপজেলার প্রায় ৬০ হাজার ক্রীড়াবিদ ৪২৯টি সোনার পদকের জন্য লড়বেন। সোনার পদক ছাড়াও রৌপ্য রয়েছে ৪২৯টি, ব্রোঞ্জ ৫৬১টি।
গেমসের খেলোয়াড়দের সর্বোচ্চ বয়স ১৭ বছর। ২০০৬ সালের ২ জানুয়ারির পর যারা জন্ম নিয়েছেন, তারা গেমসে অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন।
২ জানুয়ারি উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ের খেলা হবে ১৬ থেকে ২২ জানুয়ারি। চূড়ান্ত পর্ব হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দ্বিতীয় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস উপলক্ষ্যে বুধবার সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন বিওএর সহসভাপতি বশির আহমেদ মামুন।
দেশে ৫৩ টি ফেডারেশন থাকলেও যুব গেমসে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ২৪টি। অর্ধেকেরও বেশি খেলা বাইরে রেখেই গেমস আয়োজন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কারণ হিসেবে বিওএ কর্মকর্তারা জানিয়েছেন, এসএ গেমসে পারফরম্যান্সের মানদ- ধরে এবং যেসব খেলার উপজেলা পর্যায়ে সুযোগ-সুবিধা আছে সেগুলোকেই বিবেচনায় আনা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com