সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

ক্রিকেটারদের লক্ষ্য দ্বিতীয় দফার টেস্টেও করোনামুক্ত থাকা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

নির্বাচকরা তাদের কাজ করছেন। কোচ রাসেল ডোমিঙ্গো আর অধিনায়ক মুমিনুল হক নিজেদের মতামত দিয়েছেন। দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশারের দল গঠন একরকম চূড়ান্ত। যেহেতু করোনায় ৫ মাসের বেশি সময় সব ধরনের খেলাধুলা বন্ধ, তাই শ্রীলঙ্কা সফরের টেস্ট দল নিয়ে ভক্ত ও সমর্থকদের সর্বোচ্চ আগ্রহ! কোন ২১ জন শ্রীলঙ্কা যাবেন? তা নিয়ে রাজ্যের কৌতুহল। কিন্তু কঠিন সত্য হলো টেস্ট দল নিয়ে যত জল্পনা-কল্পনার ফানুসই উড়ুক না কেন, আসল সত্য হলো শ্রীলঙ্কা সফরে যাবার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে করোনামুক্ত থাকা। মোটকথা, নির্বাচকদের মন জয় কিংভা তাদের মনোনয়নই যথেষ্ট নয়। শ্রীলঙ্কা যাবার আগে করোনা মুক্ত থাকা এবং সামনে যতগুলো করোনা টেস্ট আগে সবগুলোয় নেগেটিভ হওয়া প্রধান শর্ত। পজিটিভ হলেই বিপদ। তখন দলে থাকাও অর্থহীন। শ্রীলঙ্কা যাওয়া যাবে না। এখনকার খবর, টপ অর্ডার সাইফ হাসান এবং ট্রেনার নিক নেইল ছাড়া শেষ পর্যন্ত ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফ সবাই করোনামুক্ত। শেষ হয়ে গেছে শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের প্রথম দফা করোনা টেস্ট। সর্বশেষ করোনা নেগেটিভ হয়েছে দুজনের; ক্রিকেটার মোহাম্মদ মিঠুন আর পেস বোলিং কোচ ওটিস গিবসনের। গত বুধবার তাদের টেস্ট করানো হয়েছিল। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গত বৃহস্পতিবার বিকেলে জানালেন, ওটিস গিবসন আর মিঠুন সম্পূর্ণ সুস্থ। তাদের মধ্যে করোনার জীবানু নেই। তিনি আরও জানান, আমাদের প্রথম দফা করোনা টেস্ট শেষ। আরও দুইবার টেস্ট হবে। একবার জাতীয় দলের পূর্ণাঙ্গ অনুশীলন শুরুর ঠিক আগে (১৮ সেপ্টেম্বর থেকে)। আর আরেকবার শ্রীলঙ্কা যাওয়ার আগে।
ভেতরের খবর, দল সাজানোর কাজ প্রায় শেষ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদনের অপেক্ষায় শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড। শুক্রবার যেহেতু ছুটির দিন তাই দল ঘোষণা হতে হতে অন্তত শনিবার। বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খানের ভাষায় দল- জমা পড়লেই তো আর ঘোষণা হয় না। বোর্ড সভাপতি অনুমোদন করতে করতে একদিন লেগে যায়। কখনো তিনি দু’দিনও সময় নেন। তাই শনিবারের আগে দল ঘোষণার সম্ভাবনা খুব কম।
শেষ কথা হলো, ২০-২১ জনের দলে যেই জায়গা পাক না কেন, যদি তিনি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত করোনা টেস্টে সাফল্যের সাথে উৎরে না যান, তাহলে তিনি আর ২১ সেপ্টেম্বর জাতীয় দলের মূল অনুশীলনে অংশ নিতে পারবেন না। আইসোলেশনে থাকতে হবে। একইভাবে কলম্বোর উদ্দেশ্যে বিমানে ওঠার আগে করোনা টেস্টে নেগেটিভ হওয়া খুব জরুরি। নেগেটিভ হলেই কেবল জাতীয় দলের বহরের সাথে যাওয়া যাবে। না হয় দলে থেকেও দেশে পড়ে থাকতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com