বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

সরিষাবাডীতে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে ২০২২-২৩ ইং অর্থ বছরের অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে এ ধান-চাল সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথী হিসেবে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের শুভ উদ্বোধন অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনূপ সিংহ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, চালকল ও কৃষক সমন্বয়কারী রাজু আহমেদ সহ মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য গুদাম খাদ্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক জানান, আমন মৌসুমে উপজেলায় সরকারি ভাবে ধান প্রতি কেজি ২৮ টাকা দরে ৮১২ মে. টন ধান ও প্রতি কেজি সেদ্ধ চাল ৪২ টাকা দরে ৭৬৪ মে.টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে তালিকাভুক্ত ২৬ টি চালকল মিলের মধ্যে ৬ টি চালকল মালিক চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। গেল ২০২১-২২ ইং অর্থবছরে চাল এর লক্ষ্য মাত্রা পূরন হলেও ধান ক্রয়ের লক্ষ মাত্রা অর্জিত হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com