বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

শীতে চুল পড়া ও খুশকি দূর করুন ৫ ভেষজে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

শীত আসতেই চুল পড়াসহ খুশকির সমস্যা বাড়ে। এ সময় সঠিকভাবে যতœ না নিলে চুল হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। তাই চুল ভালো রাখতে শীতে হাতের কাছে রাখুন কয়েকটি ভেষজ উপাদান।
এ বিষয়ে ভারতের আয়ুর্বেদ চিকিৎসক ডা. দিক্ষা ভাবসার সাভালিয়া তার ইনস্টাগ্রাম পোস্টে শীতে চুল ভালো রাখার উপায় জানিয়েছেন। চুলের স্বাস্থ্য ভালো রাখতে কোন কোন ভেষজ উপকারী সে সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন। ৫ ধরনের ভেষজ চুলে ব্যবহার করলে চুল পড়া ও খুশকির সমস্যা প্রতিরোধের পাশাপাশি পাকা ও ধূসর চুলের সমস্যাও দূর হবে।
আমলকি: আমলকি চুলের জন্য একটি প্রমাণিত টনিক। চুলকে আরও কালো করে এই ছোট ফল, এ কারণে ধূসর চুল প্রতিরোধে সাহায্য করে আমলা। আমলা খুশকি প্রতিরোধ করে, চুলের ফলিকলকে শক্তিশালী করে ও মাথার ত্বকে রক্ত স ালন বাড়ায়। ফলে চুলের বৃদ্ধি ঘটে। শীতে আমলকি কাঁচা, পাউডার, ট্যাবলেট, জুস ইত্যাদি হিসেবে খেতে পারেন।
মরিঙ্গা বা সজনে পাতার গুঁড়া: মরিঙ্গা বা সজনে পাতায় প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, সি ও ম্যাগনেসিয়াম আছে, যা চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। বা সজনে পাতার গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে পান করতে পারেন।
নারকেল: নারকেল তেলের স্বাস্থ্য উপকারিতা অনেক। চাইলে শুকনো নারকেলের লাড্ডুও খেতে পারেন। নারকেলের পানি মাঝে মধ্যে পান করুন। চুলের জন্য খুব উপকারী ও হাইড্রেটিং উপাদান আছে নারকেলে।
কারিপাতা: কারিপাতা চুল পড়া কমাতে সাহায্য করে, ধূসর চুল প্রতিরোধ করে ও চুল আরও লম্বা করে। চুলের যতেœ কারিপাতার গুঁড়া হেয়ার প্যাক হিসেবে, আবার খাবারেও ও ব্যবহার করতে পারেন।
ভৃঙ্গরাজ: ভৃঙ্গরাজ কেশরাজ নামেও পরিচিত। এটি চুলের স্বাস্থ্যের জন্য ব্যবহৃত ভেষজগুলোর মধ্যে সেরা হিসাবে বিবেচিত হয়। এটি চুলের স্বাস্থ্য ভালো রাখে ও সব ধরনের সমস্যা দূর করে। ভৃঙ্গরাজের গুঁড়া চুলের প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। সূত্র: ডা. দিক্ষার ইনস্টাগ্রাম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com