মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস এসে পড়ায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। রোববার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এরপর মেট্রোরেল চলাচল শুরু হলেও পর্যাপ্ত যাত্রী মেলেনি। কারণ সকালে দুই ঘণ্টা বন্ধ থাকায় অনেকেই স্টেশনে এসে ফিরে গেছেন। অনেকেই মনে করেছেন মেট্রোরেল হয়তো আজ বন্ধ। এ কারণে সকাল ১০টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হলেও অনেক আসন ফাঁকা রেখেই ট্রেনগুলো স্টেশন ছেড়ে যায়। গতকাল রোববার (১ জানুয়ারি) সকাল ১০টার পর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে যাত্রী নেই বললেই চলে। মূলত সকালে দুই ঘণ্টা বন্ধ থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়। এমনকি টিকিট ভেন্ডিং মেশিনের সামনেও যাত্রীদের তেমন চোখে পড়েনি। অথচ উদ্বোধনের পর বিগত তিনদিন স্টেশন গেটে দেখা গেছে দীর্ঘ সারি।
আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কন্ট্রোলার আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, দুই ঘণ্টা বন্ধ থাকায় যাত্রী কমেছে। অনেকে মনে করছে হয়তো মেট্রোরেল চলবে না। সকালে অনেক মানুষ ছিল। অনেকে মনোক্ষুণ্ন হয়ে চলে গেছে। কারও অফিস ছিল, কেউ ঘুরতে এসেছিলেন। দুই ঘণ্টা বন্ধ থাকায় তারা ভেবেছেন, হয়তো আজ আর ট্রেন চলবে না। তবে কাল থেকে আবারও পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল রোববার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে জানা গেছে, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হয়।
ডিএমটিসিএলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সকালে জাগো নিউজকে বলেন, গতরাতে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে এসে পড়েছে। দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ফানুস অপসারণের কাজ চলছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কবে বিবেক জাগ্রত হবে জানি না। ফানুস ওড়ানো বন্ধ করা হয়েছে। তারপরও আমরা নিয়ম ভেঙে রাতে ফানুস ওড়ালাম এবং আতশবাজি ফাটালাম। ফানুসের ফলে মেট্রোরেলের বৈদ্যতিক তারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।