বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

নেছারাবাদে প্রধানমন্ত্রীর উপহার হুইল চেয়ার পেলেন ১৫টি পরিবার

নিয়াজ মোরশেদ (স্বরুপকাঠি) পিরোজপুর :
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা পরবর্তী ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুস্থ, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে ১৫টি হুইলচেয়ার বিতরণ করা হয়। গতকাল ০২ জানুয়ারি সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুব উল্লাহ মজুমদার এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার জনাব তপন বিশ্বাস এর সঞ্চালনায় আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, অফিসার ইনচার্জ নেছারাবাদ থানা জনাব আবির মোহাম্মদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব সঞ্জয় হালদার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কুমার ঘোষ প্রমুখ। উপজেলা সমাজসেবা অফিসার জনাব তপন বিশ্বাস বলেন, নেছারাবাদ উপজেলায় মোট বয়স্ক ভাতা পায় ১২৩৮৬ জন, বিধবা ভাতা ৬৪৯৭ জন, প্রতিবন্ধী ভাতা ৪০৭৯ জন, প্রতিবন্ধী শিশু উপবৃত্তি ১২১, অনগ্রসর জনগোষ্ঠী ২১৪ এবং অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ৬৪ জন। এদের উন্নয়নে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আসুন সবাই প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, বাংলাদেশের সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে যেসকল কার্যক্রম হাতে নিয়েছে তার সুফল আজকে আপনারা ভোগ করছেন। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার সেটুকু করে যাব। র‌্যালি ও আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ১৫টি হুইলচেয়ার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com