বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদল। সোমবার (২জানুয়ারি) সকাল ১১টায় পুরাতন বাইপাস মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ করে স্টেশন রোডে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে সেখানে এক সংক্ষিত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল মুনসুরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।ছাত্রসমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল প্রমুখ। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জুলুম-নির্যাতন করে বিএনপিকে দমানো যাবেনা। বিএনপি জুলুম, নির্যাতন, হামলা, মামলা ও ত্যাগ স্বীকার করেই এই অবৈধ সরকারের পতন ঘটাবে। এদিকে, দুপুর ১২ টায় জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের পুরাতন পৌরসভা গেইট এলাকা থেকে বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন নেতারা। সমাবেশ শেষে উত্তেজিত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।