শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

রাউজানে হযরত মাওলানা শেখ আনছার আলী শাহ রা.স্মৃতি বৃত্তি পরীক্ষা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

রাউজানে প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা শেখ আনছার আলী শাহ (রা.) স্মৃতি বৃত্তি পরীক্ষা গতকাল ১লা জানুয়ারী রবিবার সকালে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা বৃত্তি পরিচালনা কমিটির সমন্বয়ক ও বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ও বৃত্তি কমিটির আহবায়ক সিরাজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামাল শাহ। বিশেষ অতিথি ছিলেন বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা তাজুল ইসলাম, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগি রমজান আলী, সদস্য এয়ার খান, সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যন মোহাম্মদ ইলিয়াছ, বৃত্তি কমিটির সদস্য সচিব ও বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক বড়ুয়া, সমাজ সেবক আবু তাহের, সাংবাদিক আনিসুর রহমান, সমাজ সেবক মোহাম্মদ সানাউল্লাহ, শাহাদাত হোসেন, শিক্ষক মোরশেদুল আলম, প্রনব বৈদ্য, একেএম শাহাজান ইসলাম, রাজীব মুৎসুদ্দী, সুশ্মিতা মজুমদার, হালিমা বেগম, জামাল উদ্দিন প্রমূখ। এসময় বক্তারা বলেন, আগামী প্রজন্মকে সঠিক জ্ঞান চর্চায় বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com