কালীগঞ্জ উপজেলার সকল ব্যবসায়ীরা এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছেন প্রতিনিয়ত। সমাজের ও দেশের স্বার্থে এক সাথে কাজ করতে হবে সকলকে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার ইসরাত জাহান কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। শুরুতেই পরিচিতি পর্ব শেষে ব্যাবসায়ী নেতাদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাধারন সম্পাদক ইনতাদুল ইসলাম ইন্তা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান। ব্যাবসায়ী নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জহুরুল হক বিপ্লব, সহ সাংগঠনিক সম্পাদক সুজল দেবনাথ, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, প্রচার সম্পাদক আজিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাইনুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম, মেহেদি হাসান বাবু, মাজেদুল ইসলাম ও শাহিনুর রহমান পিন্টু।