বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

বরিশালে ২ কেজি গাঁজাসহ আটক দুই

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় (গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন। তিনি জানান, বরিশাল লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ভাসমান পথশিশুদের দিয়ে, যুথি, রিফাত শাহ, মুন্না, রাজু, নয়ন, নামে একটি চক্র মাদক ব্যবসা করে আসছে। এমন তথ্য সূত্রে জানতে পারি লঞ্চঘাট এলাকা থেকে দুলাল ও আজিজ বেপারী ঢাকা থেকে গাঁজা নিয়ে বরিশালে আসতে আছেন। সোমবার (২জানুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে সেই তথ্য সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় (গোয়েন্দা) বিভাগের উপপরিদর্শক খন্দকার জাফর আহমেদ এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ঢালি মার্কেটের সামনে সাকুরা পরিবহনের ২ যাত্রীকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা মৃত রশিদ শিকদারের ছেলে মোঃ দুলাল সিকদার ও নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর ৭নং গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত আজাহার বেপারীর ছেলে আজিজ বেপারী। আটককৃত মাদক কারবারিদেরব বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com