বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

বরিশালে নবগঠিত জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির আনন্দ র‌্যালি

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বরিশাল জেলা ও মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল নবগঠিত আহবায়ক কমিটির নগরীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক রাজিব আহসানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বরিশাল নগরীতে আনন্দ র‌্যালি করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। বুধবার (৪) জানুয়ারী বিকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সভাপতি এ্যাড.আখতারুজ্জামান শামীম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান, জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. এইচ তছলিম উদ্দিনকে সাথে নিয়ে বরিশাল নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মসিউর রহমান মঞ্জু, সদস্য সচিব খান মোঃ আনোয়ার, জেলা নবগঠিত আহবায়ক রফিকুল ইসলাম জনি, সদস্য সচিব কামরুল আহসান ও জেলা স্বেচ্ছাসেবকদল ১ নং যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম সহ জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি করে। র‌্যালি নগরীর গ্রিজ্জামহল্লা, চকবাজার, কাটপট্রি হয়ে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যলয়ের সামনে মহানগর নবগঠিত আহবায়ক মসিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, নবগঠিত জেলা আহবায়ক রফিকুল ইসলাম জনি, মহানগর সদস্য সচিব খান মোঃ আনোয়ার, জেলা সদস্য সচিব কামরুল আহসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com