প্রস্তুতি ম্যাচে একপেশে জয় রংপুরের। কোনো রকম বাঁধাই দিতে পারল না খুলনা টাইগার্স। মূলত ব্যাটিং ব্যর্থতাতেই ম্যাচ হেরেছে খুলনা, একেবারেই ভালো হয়নি ব্যাটিংটা।
আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয় খুলনা, জবাবে ৯.৩ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই ম্যাচটা জিতে নেয় রংপুর রাইডার্স। তবে ডাক মেরেছেন দুই দলেরই অধিনায়ক তামিম ইকবাল ও নুরুল হাসান সোহান। দু’জনই ফিরেন শূন্য রান করে। আসন্ন বিপিএলকে সামনে রেখে নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। যেখানে টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। হাবিবুর রহমান সোহান ও মুনিম শাহরিয়ার খুলনার ইনিংস উদ্বোধন করতে আসেন। সোহান ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ১০ বলে ১৬ রান করে আউট হন। মুনিম করেন ১০ বলে ৫ রান। এরপর এক ওভারেই জোড়া উইকেট হারায় খুলনা। রাকিবুলের শিকার হয়ে প্রথমে মাহমুদুল হাসান জয় ২ ও পরে তামিম ইকবাল ০ রান করে ফিরেন সাজঘরে। সাব্বির রহমানও ফিরেন ডাক মেরে, শেখ মেহেদীর প্রথম বলেই আউট হন তিনি। এরপর যদিও ইয়াসির আলী ও সাইফুদ্দীন মিলে হাল ধরার চেষ্টা করেন, তবে তাতে কমে আসে রানের গতি। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ৮৭ রানেই থামে খুলনার ইনিংস। সর্বোচ্চ ২১ রান আসে সাইফুদ্দীনের ব্যাটে। তাছাড়া ১১ রান করে করেন ইয়াসির ও নাসুম। দু’টি করে উইকেট নেন রাকিবুল হাসান, শেখ মেহেদী ও রিপন মন্ডল। ৮৮ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় রংপুর। ৪ বলে ডাক মেরে ফিরেন ওপেনার রনি তালুকদার। তবে নাইম শেখের ব্যাটে সেই চাপ কাটিয়ে উঠে রংপুর। যদিও ১০ বলে ১৬ রানেই থামে নাইমের ইনিংস। তবে তার গড়ে দেয়া ভিত্তর ওপর দাঁড়িয়ে পারভেজ ইমন ও সিকান্দার রাজা জয়ের সন্নিকটে পৌঁছে দেন দলকে। তবে অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে দু’জনে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সোহান। নাহিদুলের শিকার হয়েছেন কোনো রান না করেই। তবে শেখ মেহেদী ও শামিম পাটোয়ারীর ব্যাটে সহজেই ম্যাচ জিতে নেয় রংপুর। শামিম ২ বলে ৮ ও মেহেদী ৪ বলে ৬ রানে অপরাজিত ছিলেন। তাছাড়া সিকান্দার রাজা ২৫ বলে ৩১ ও পারভেজ ইমন ১৫ বলে করেন ২০ রান। দু’টি উইকেট নেন নাসুম আহমেদ।