জামালপুর পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ স্বপ্না আক্তার লিপি কে স্বপদে বহাল রাখেছেন হাইকোর্ট। ইতিপূর্বে কাউন্সিল স্বপ্না আক্তার লিপির নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন, জামালপুর শহরের মুসলিমাবাদের বাসিন্দা-রেজাউল করিম ও তার স্ত্রী শাহানা বেগম, ভূমি অফিসের সহায়কের ক্ষমতায়, ও বিভিন্ন অফিসারের সহযোগীতায়, তার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন। অনুকূলে মিথ্যার অভিযোগটি অন্যের জমি জোর পূর্বক দখল করার চেষ্টা মিথ্যা অভিযোগ করায় ১৯-০৯-২০২২ তারিখে সাময়িক বহিষ্কার আদেশ করান। সেই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বাংলাদেশ হাইকোর্টে কাউন্সিল স্বপ্না আক্তার লিপি ১২৪০নং প্রজ্ঞাপনের আদেশের কারণে একজন আইনজীবীর মাধ্যমে মাননীয় হাইকোর্ট থেকে রিট পির্টিশনের শুনানিতে মহামান্য বিচারপতি সন্তুুষ্ট হয়ে ১১৭৪০/২০২২ এর ১৩-১০-২০২২ তারিখে ১২৪০নং প্রজ্ঞাপন জারি করে ৬ মাসের জন্য ংঃধু ও জড়ষষ জারি করা হয়…! এবং মাননীয় স্থানীয় সরকার মোতাবেক কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে কারণ দর্শানোর নোটিশ দাখিলের জবাব দিতে বললে কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি দাখিলকৃত তার স্বামীঃ-জ্বিলহজ্জ আলী নাদুর বাবা হজরত আলীর নামে হজরত আলী মার্কেটের জমির দলিল ও জ্বিলহজ্জ আলী নাদুর নামে সকল দলিলও কাগজপত্র জমা দিয়ে কারণ দর্শানোর জবাব দাখিল করেন। অতঃপর মাননীয় স্থানীয় সরকার বিভাগ দাখিলকৃত উক্ত জবাব সন্তোষজনক হয়ে ৪,৫,৬ নং সংরক্ষিত কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে সাময়িক বরখাস্ত সংক্রান্তটি বিষয়টি প্রত্যাহার করিয়া তাকে আবারো স্ব-পদে পূর্ণ বহাল রাখা হয়। এ বিষয়ে ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি জানান, আমি ও আমার পরিবারের উপর ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট অভিযোগ করে আমাকে ও আমার কাউন্সিল পদ থেকে সাময়িক বহিষ্কার করিয়াছিল। বর্তমানে আমি মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে স্বপদে বহাল আছি।