পাবনায় বিএনপি’র আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে?গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় পাবনা পুলিশ লাইন পিসিসিএস রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাবনা জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃৃষিবিদ হাসান জাফির তুহিন। পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন-আহবায়ক আনিছুল হক বাবু, যুগ্ন- আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন যুগ্ন-আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা ও জেলা বিএনপির সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, যে আশা ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি সেই আশা নিরাশায় পরিনত হয়েছে এই সরকারের আমলে তাদের উদ্দেশ্য আমরা ১০ দফা দাবী রেখেছি আমরা গনতান্ত্রীক দেশ হিসেবে গণতান্ত্রীকভাবে দেশ চলবে এটাই চাই এই দেশে বর্তমানে স্বৈরাচার শাসন চালাচ্ছে। আমরা নিরপেক্ষ সরকার চাই।