বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

নাজিরপুরে অর্ধশত বছরের ভোগদখলীয় মাছের ঘের ও বরই বাগানে তা-ব

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

নাজিরপুরে অর্ধশত বছরের ভোগদখলীয় মাছের ঘের ও বরই বাগান দখলের নামে সন্ত্রাসী বাহীনির তান্ডবের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ০২নং মালিখালী ইউনিয়নের সাচিয়া গ্রামের প্রত্যন্ত বিলে মিল্টন মালাকার ও সুবাস মালাকর (চন্টু) এর দীর্ঘদিনের শান্তিপূর্ণ ভোগ দখলীয় মাছের ঘের বরই বাগানে একই গ্রামের বরই বাগানে রাইচরন ও নয়ন মালাকর ভারাটিয়া স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়া ০৪ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘের দখলের নামে ব্যপক তান্ডব চালিয়ে মাছের প্রায় ৪লক্ষ টাকার চিংড়ি ও সাদা মাছ এবং বরই বাগান ও টমেটো বাগান থেকে ১লক্ষ টাকা মূল্যের নতুন বনসুন্দর ও আপেল কুল বরই পাঁকা টমেটো লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ। সন্ত্রাসীদের তান্ডব চলাকালীন সময়ে বরই বাগানের মালিক মিল্টন মালাকরের স্ত্রী গীতা মালাকর (৩০) বাধা প্রদান করলে সন্ত্রাসীরা গীতা ও নুপুরকে মারপিট করে এ তান্ডব চালায়। এ ঘটনার সংবাদ পেয়ে গীতার স্বামী মিল্টন মালাকর বাদী হয়ে নাজিরপুর থানাধীন মাটিভাংগা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছালে পুলিশ তান্ডবকারীদের দেখেও নিরব ভূমিকা পালন করে বলে মিল্টন অভিযোগ করেন। এ ব্যপারে ঘের মালিক সুবাস মালাকর ওরফে চন্টু এ প্রতিনিধিকে বলেন এই সম্পত্তি সাচিয়া মৌজার এস এ ২২৩/২৮ এস এ দাগ ৬৬৮/৮০২/৮০১/৮৬৭/৭৬৮ জমির পরিমান ৩ একর ৯০ শতাংশ। পূর্ব পরুষ থেকে শান্তিপূর্ণ ভোগ দখলে আছি কিন্তু প্রতিপক্ষ রাইমোহন ও নয়ন মালাকর ঐ সম্পত্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দেওয়ানী মোকদ্দমা দাখিল করেন। কিন্তু জমি কোনদিন ভোগ দখল করেন নাই। সন্ত্রাসী বাহীনি নিয়া আকষ্মিক ভাবে দখলের অজুহাতে স্বশস্ত্র বাহীনি নিয়া আমাদের লোকজনকে মারপিট করে ঘেরের মাছ ও বরই বাগানের বরই, টমোটো বাগানের টমেটো লুটপাট করে নিয়ে যায়। মিল্টন মাঝি এ প্রতিনিধিকে আরো জানান গ্রামীণ ব্যাংক, ব্র্যক ব্যাংক সহ স্থানীয় এনজিও থেকে ঋণ গ্রহন করে ঐ ফলের বাগান ও মাছের চাষ করেছি প্রধানমন্ত্রীর উদ্যোক্তা তৈরির ঘোষণায়। কিন্ত এলাকার একটি প্রভাবশালী আওয়ামী বাহীনির প্রভাবে লন্ডভন্ড হয়ে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com