হালুয়াঘাট পুরো নাম সুজিয়া আক্তার সুমী! সংক্ষেপে সুমী নামেই চিনে সবাই। নিজেকে কখনো র্যাবের সোর্স, কখনো ডিবি বা পুলিশের সোর্স দাবী করে দাপিয়ে বেড়ান সর্বত্রই এমন নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিজেকে কখনো মানবাধিকার কর্মী, আবার অপরাধ তালাশ টিমের সদস্য এমন পরিচয় দিতেও দ্বিধাবোধ করেননা এই নারী। নানান সময়ে নানারকম পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ অপকর্ম করে আসছে এমন অভিযোগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের কয়েকশত নারী পুরুষ। বৃহস্পতিবার বিকেলে সোয়ারিকান্দা ও বাহিরশিমুল বাজারে পৃথক পৃথক স্থানে বাহিরশিমুল, সোয়ারিকান্দা, দড়িপাড়া, চারআনী পাড়া, বিষমপুর, চকেরকান্দা ও আমতৈল গ্রামের কয়েকশত নারী ও পুরুষ মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে উক্ত প্রতিবাদ কর্মসূচীতে অংশ গ্রহণ করে। স্থানীয়রা জানান, সুমীর বিরুদ্ধে চাঁদাবাজীসহ নানান অভিযোগ রয়েছে। এমন কোন অপকর্ম নেই যা সুমী করেনা। শেষ পর্যন্ত অতিষ্ট হয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছেন তারা। পাশাপাশি সুমীর যাবতীয় অপকর্ম বন্ধের দাবী ভুক্তভোগীদের। সোয়ারীকান্দা গ্রামের মেজবুল হাসান তালুকদার (৫৫) বলেন, সুমী দীর্ঘদিন যাবৎ এলাকার নিরীহ মানুষকে হয়রানী করে আসছে। ডিবি-র্যাব-পুলিশের সোর্স পরিচয় দিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারনা সহ চাঁদাবাজী করে যাচ্ছেন এই বিতর্কিত নারী। মামলার হুমকী, বিপদে পড়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। উপর মহলের অনেকের সাথে তার সু’সম্পর্ক রয়েছে এমন দাবী সুজিয়া আক্তার সুমীর। বিনীময়ে চাঁদাবাজীসহ নানা সুবিধা লুটে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। এমনি শতাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করতে বাধ্য হয়েছেন তারা। একই গ্রামের সেলিম (৫৮), রকিবুল ইসলাম (৪৫), মোনায়েম (৪২) বলেন, পুলিশের হুমকী ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করা তার পেশা। অসামাজিক কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। এলাকাবাসীর পক্ষে সকল অপকর্ম বন্ধের জোর দাবী স্থানীয়দের।