সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

নবম বিপিএল শুরু আজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

অনেকটা অস্বস্তি আর অব্যবস্থাপনা নিয়েই নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে আগামীকাল শুক্রবার। প্রায় একই সময়ে আরো দুটি লিগ চলবে বলে এবার বিপিএলে দেখা যাবে না বিশ্বের শীর্ষ তারকাদের। এছাড়া বিপিএলের শুরুতে ডিসিশন রিভিউ সিস্টেমও (ডিআরএস) থাকছে না। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে ইস্পাহানির নাম ঘোষণা করা হয়েছে। এরপর বিকেলে সাত দলের অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা পায় নবম আসর। কাল শুরু মাঠের লড়াই।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুক্রবার বেলা আড়াইটায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স এবং সন্ধ্যায় ৭টা ১৫ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তনে বরিশালের প্রতিনিধি হয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। প্রায় প্রতিটি আসরেই নিয়ম ভেঙে আলোচনায় আসা সাকিবের এবারের অনুপস্থিতির মধ্যে অবশ্য একটি বার্তা রয়েছে। দুদিন আগেই তিনি বিপিএলকে ঢাকা প্রিমিয়ার লিগের চেয়েও নিম্নমানের টুর্নামেন্ট বলে আলোচনার জন্ম দেন। আজ টাইটেল স্পন্সর ঘোষণার অনুষ্ঠানেও সে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এরপর বিকেলে সাকিব নেই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে!
ডিআরএস নিয়ে প্রশ্নের জবাবে বিসিবি সিইও সুজন বলেন, দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাকশন টিম বিষয়টি (ডিআরএস না থাকা) জানায়। এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে সেটা আনা সম্ভব হয়নি। কারণ, একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।
তিনি আরো বলেন, আমাদের এখানে অবশ্যই সীমাবদ্ধতা ছিল। যে কারণে আমাদের প্রোডাকশন হাউস সেটা আনতে পারেনি। আমরাও এটা জানার পর নিজেদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের যথেষ্ট লোকবল নেই। ভারত সিরিজের পর ডিআরএসের জিনিসপত্র পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই।
প্রায় একইসঙ্গে শুরু হবে আরো দুটি ফ্র্যা াইজিভিত্তিক ক্রিকেট লিগ। ১০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার নতুন টি২০ লিগ এসএ২০ শুরু হবে। ১৩ জানুয়ারি শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের ‘আইএল টি২০’। দুটি লিগে যেসব দল অংশ নেবে তাদের সবাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন। দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতে থাকছে ডিআরএসও। তাই ধরেই নেয়া যায়, আইপিএলের দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠেনি বিপিএল।
এবার ঢাকা ডমিনেটসর দলকে নেতৃত্ব দেবেন নাসির হোসেন, কুমিল্লাকে ইমরুল কায়েস, খুলনার অধিনায়ক হয়েছেন ইয়াসির আলী, রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে শুভাগত হোম চৌধুরী, বরিশালকে সাকিব আল হাসান আর সিলেটের মাশরাফি বিন মর্তুজা।
বিপিএল ২০২৩ এর খেলাগুলোকে এবার পাঁচটি পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে, এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখানে ১২ ম্যাচ শেষে ২৩ জানুয়ারি ঢাকায় শুরু হবে তৃতীয় পর্ব। এ পর্বে ঢাকায় মাত্র দুদিন খেলা শেষে বিপিএল চলে যাবে সিলেটে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে নবম বিপিএলের পঞ্চম ও শেষ পর্ব। ডাবল রাউন্ড রবিন লিগ শেষে প্লে-অফের উত্তাপ। ১৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।
সাত দলের এই আসরে এবার মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৫ দেশে দেখা যাবে বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা উঠবে শুক্রবার। আর কয়েক ঘণ্টা পর বিপিএল শুরু হলেও কুড়ি ওভারের টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে খুব বেশি আগ্রহ নেই ক্রিকেটপ্রেমীদের। তারপরও বিশ্বব্যাপী টুর্নামেন্টটি ছড়িয়ে দিতে কাজ করছে আয়োজকরা।
প্রথমবারের মতো বিপিএল টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের পাশাপাশি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। বাংলাদেশসহ মোট ১৫টি দেশে দেখা যাবে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা। বাংলাদেশে খেলা দেখা যাবে নাগরিক টিভি ও ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে। ভারতে খেলা দেখা যাবে টিভি চ্যানেল ডিসকভারিতে। একইসঙ্গে খেলা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যান কোড প্লাসে।
শ্রীলঙ্কায় ইউরো স্পোর্টস ও ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে বিপিএল সরাসরি সম্প্রচার হবে। নেপাল ও মালদ্বীপে ইউরো স্পোর্টস ও ওটিটি প্ল্যাটফর্ম টোয়েন্টিসেভেন্থ স্পোর্টস ডট কমে, পাকিস্তানে জিইও টিভি ও পিটিভি, যুক্তরাষ্ট্র ও কানাডায় ইএসপিএন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে সিনেব্লিটস আইএম এইচডি, ওয়েস্ট ইন্ডিজে স্পোর্টসম্যাক্স টিভিতে এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, আফ্রিকার ক্রিকেটপ্রেমীরা ওটিটি প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে দেখতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com