লজ্জার নজির গড়লেন ভারতীয় পেসার আরশদীপ সিংহ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভারে পাঁচটি নো বল করলেন তিনি। তার মধ্যে নো বলের হ্যাটট্রিকও রয়েছে। বার বার একই ভুল করছিলেন আরশদীপ। নো বলের জন্য একটি উইকেটও পেলেন না তিনি। তার খারাপ বোলিংয়ের খেসারত দিতে হয়েছে ভারতীয় দলকে। বার বার আরশদীপকে নো বল করতে দেখে হতাশ হয়ে যান অধিনায়ক হার্দিক পা-্যও। আরশদীপ ভারতের প্রথম বোলার যিনি নো বলের হ্যাটট্রিক করলেন। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলেও দিনটা ভালো গেল না বাঁ হাতি পেসারের। ম্যাচের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক হার্দিক। প্রথম বলেই তাকে চার মারেন পাথুম নিশঙ্ক। পরের চারটি বল ভালো করেন তিনি। দেখে মনে হচ্ছিল, এত দিন পরে ফিরে শুরু থেকেই ছন্দ আরশদীপ। কিন্তু ছন্দ কাটল ওভারের শেষ বলে।
ষষ্ঠ বলে ওভারের প্রথম নো বল করেন আরশদীপ। সেই বলে অবশ্য রান হয়নি। পরের বলটি ছিল ফ্রি হিট। সেই বলে চার মারেন কুশল মেন্ডিস। কিন্তু সেটিও নো বল করেন আরশদীপ। ফলে পরের বলটিও হয় ফ্রি হিট। সেই বলে ছক্কা মারেন মেন্ডিস। কিন্তু তৃতীয় আম্পায়ার জানান, সেই বলটিও নো বল করেছেন আরশদীপ। ফলে আরো একটি বল করতে হয় তাকে। সেই বলে আসে ১ রান। প্রথম ওভারে ১৯ রান দেন তিনি।
সেখানেই অবশ্য তার খারাপ দিন শেষ হয়নি। ১৯তম ওভারে বল তার হাতে তুলে দেন হার্দিক। ওভারের চতুর্থ বলে আরশদীপকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন দাসুন শনকা। সেই ক্যাচ সূর্যকুমার তালুবন্দি করলেও তার পরেই তৃতীয় আম্পায়ার জানান, আরো একটি নো বল করেছেন আরশদীপ। ফলে উইকেটও পাননি তিনি। সেই শনকা শেষ পর্যন্ত অর্ধশতরান করে শ্রীলঙ্কার রান ২০৬ পর্যন্ত নিয়ে যান। শনকা ওই বলে আউট হয়ে গেলে এত রান হতো না। পরের ফ্রি হিটের বলটিতে ছক্কা মারেন শনকা। কিন্তু সেটিও নো বল করেন আরশদীপ। আবার নো বলের হ্যাটট্রিকের আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু পরের বলটি আর নো করেননি তিনি। যদিও সেই ওভারে ১৮ রান দেন আরশদীপ। ম্যাচে ২ ওভার বল করে ৩৭ রান দেন ভারতের বাঁ হাতি পেসার। সূত্র : আনন্দবাজার পত্রিকা