গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিভ্রান্তিকর ছবি ও তথ্য ছড়িয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহের অপপ্রয়াস চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ন্যাপের নেতারা। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক বলেন, নুরুল হক নুরকে ব্যক্তিগতভাবে হেয় করার হীন চক্রান্ত দেশের জনগণ বিশ্বাস করে না। বিবৃতিতে নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান অবৈধ সরকার সব রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত করছে। বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দী ও আলেম-ওলামাদের মুক্তির দাবি জানিয়ে তারা বলেন, সরকার বিচার ব্যবস্থাসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। বিচার বিভাগকে প্রভাবিত করে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার হরণ করে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে। প্রেস বিজ্ঞপ্তি