নরসিংদীতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে ৯ টি শাখায় কিছু সংখ্যক অসহায় সদস্যদের মাঝে শীতবস্র বিতরন করা হয়েছে। তীব্রশীতে মানুষ যখন কাবু হয়ে পড়ছে এরই মধ্যে গতকাল (৯ জানুয়ারি) সোমবার দুপুরে সারাদেশে একযোগে গ্রামীন ব্যাংকের উদ্যোগে নরসিংদীর রায়পুরা শাখা লোচনপুর, পাড়াতলী, বাঁশগাড়ী, মহেশপুর, নারায়নপুর, বেলাব, চরউজিলাব, যোশর শাখার স্ব স্ব অফিসে কিছু সংখ্যক অসহায় শীতার্ত সদস্যদের মাঝে শীতবস্র বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংকের নরসিংদী জোনাল ম্যানেজার মোঃ আবু তালেব, নরসিংদী জোনাল অডিট অফিসার বিভূতি ভূষন সাহা, রায়পুরা প্রোগ্রাম অফিসার অখিল চন্দ্র দাস, রায়পুরা শাখা বয়বস্থাপক মোঃ শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন।