সোমবার, ১৭ জুন ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

নাজিরপুরে বোরিং ড্রেজার দিয়ে ৪০ দিনের প্রকল্প কর্মসূচী বাস্তবায়ন

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ০৩নং দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের গাওখালি বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা সহ বিলাঞ্চলের নদী ও খালে অবৈধ পন্থায় বানানো বাংলা ড্রেজার স্থাপন করে অবাধে বালু উত্তোলন করে বাস্তবায়ন করা হচ্ছে চল্লিশ দিনের কর্মসূচী। ফলে বৃদ্ধি পেয়েছে নদী ও খাল তীরবর্তী এলাকায় ভাঙ্গন। ভাঙ্গনের কবলে পড়ে এ এলাকার নদী ও খাল তীরবর্তী স্কুল, মাদ্রাসা,বাসস্থান সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ঝুকিঁর মুখে রয়েছে। শীত মৌসুমে নদীর পানি নিচে নেমে যাওয়ায় ভাঙ্গন বেশী বৃদ্ধি পেয়েছে। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা কাবিখা, কাবিটা, টিআর, চল্লিশ দিনের কর্মসুচি সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প সিপিসিরা অল্প খরচে এ বাংলা ড্রেজার ব্যবহার করে আসছে। এতে ক্ষোভে ফুসঁছেন স্থানীয় এলাকাবাসী ও চল্লিশ দিন কর্মসূচীর শ্রমিকরা। সরেজমিনে গিয়ে দেখা যায় গাওখালি খেয়াঘাট সংলগ্ন পাকুরিয়া রাস্তায় চল্লিশ দিনের একটি প্রকল্পের কাজ এ বাংলা ড্রেজার দিয়ে নদী থেকে বালু কেটে বাস্তবায়ন করছে এ কাজের সিপিসি ইউপি সদস্য মো, বাবুল সিকদার জানান, মাটি সংকটের কারনে এলাকাবাসীর অনুমতিক্রমে এ ড্রেজার দিয়ে কাজ করাচ্ছি। এ ছাড়াও দেউলবাড়ি জসিমাবাদ হতে ছলেমান মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তাটি সিপিসি সংরক্ষিত নারী সদস্য সুনিতী রানী সূতার একই প্রক্রিয়ায় বাস্তবায়ন করেন বলে জান যায়। সুনিতী সূতার জানান, কাজটির সিপিসি আমি। স্থানীয় রনজিৎ চৌকিদারের বাংলা ড্রেজার দিয়ে কাজ করানো হয়েছে, তবে কাজটি পরিচালনা করেছেন স্থানীয় ইউপি সদস্য মোস্তফা ও চেয়ারম্যান। এ ছাড়া ও জানা যায়, ড্রেজার মালিক তাজুল বেপারী, আবু সালেহ খলিফা, নাজির হোসেন সেখ, রনজিৎ চৌকিদার, আলামিন, ইমরান, পরিতোষ, মামুন সহ আরো ১৫-২০ জনে ইউনিয়নটিকে অবৈধ বাংলা ড্রেজার জোনে পরিনত করেছে। ড্রেজার মালিকদের সাথে কথা হলে তারা জানান, পানির উপরে প্লাষ্টিক ড্রাম ভাসিয়ে তার উপর খাটিয়া তৈরী করে ডিজেল ইঞ্জিন বসিয়ে অভিনব পদ্বতিতে ২-৩ লক্ষ টাকা ব্যয়ে এ বাংলা ড্রেজার তৈরী করে অল্প পুজিঁতে বেশী লাভের আশায় এ এলাকায় একের পর এক বাংলা ড্রেজার তৈরী হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকাবাসী। অপর দিকে সরকারের পরিপত্রে বলা হয়েছে স্থানীয় হত দরিদ্র বেকার, বয়স্ক, আধা বয়স্ক নারী-পুরুষ দিয়ে এ কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। কিন্তু স্থানীয় আওয়ামীলীগ নেতা তার নিজ ক্ষমতাবলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ঐ দেউলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল আলম বাবুল ফকির এ কর্মকান্ড চালাচ্ছে। এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে আলাপ করলে তিনি জানান, আমি বর্তমানে ঢাকায় রয়েছি, পাকুরিয়া চল্লিশ দিনের প্রকল্পের সিপিসি মো. বাবুল সিকদার এর সাথে যোগাযোগ করেন। এ ব্যপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল হোসেন জানান, বাংলা ড্রেজার দিয়ে চল্লিশ দিনের কর্মসূচী বাস্তবায়ন করাতো দুরের কথা, নদী বা খালে বাংলা ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন সর্ম্পূন অবৈধ। এতে নদী ও খালের পাড়ের স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা থাকে। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস জানান, বাংলা ড্রেজার দিয়ে চল্লিশ দিনের কর্মসূচী বাস্তবায়ন করার কোন সুযোগ নেই। আপনি সঠিক তথ্য দিলে আমি মোবাইল র্কোট করতে ইচ্ছুক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com