শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

বিএনপি ক্ষমতায় গেলে ন্যায়পাল নিয়োগ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে-মোয়াজ্জেম হোসেন আলাল

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

গনতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার দাবীতে চলমান আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ করেন সভার প্রধান অতিথি বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপি ক্ষমতায় গেলে ন্যায়পাল নিয়োগ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১১ তারিখের কর্মসূচিতে সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফরমায়েসি রায় দিয়ে তারেক রহমান ও জুবাইদা রহমান কে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়। বিএনপির অফিসে হামলা করে যে জঘন্য কাজ করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। আগামী ১১ তারিখে গণ অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে বুঝিয়ে দেয়া হবে বিএনপি কি জিনিস। প্রধান অতিথি আরো বলেন, দেশকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। এ পর্যন্ত ৩৩ দল আমাদের সাথে একাত্বতা ঘোষণা করেছে। বর্তমানে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাগল চুরি থেকে শুরু করে রিজার্ভ চুরি পর্যন্ত কোন অপকর্মে নেই তারা। বাংলাদেশের সকল অপকর্মের সাথে জড়িত এই ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিদেশে লোক পাঠানো শুরু করেছেন জিয়াউর রহমান সর্বপ্রথম। বিদেশে থেকে রেমিটেন্স বাংলাদেশে আসা শুরু হয় জিয়াউর রহমানের তত্ত্বাবধানে। বাকশালের প্রথম ধারাই ছিল নির্বাচন ছাড়াই আজীবনের জন্য প্রসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য বিবেচিত থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধান অতিথী বলেন আমরা শেখ মুজিবের নাম কুৎসা করি না, এই অবৈধ্য সরকার কালে কালে মৃত্য মুজিবকে কবরে আজাব দেওয়া সু ব্যবস্তা করে। এই সরকারের মুন্ত্রী আব্দুল কাদের একের পর এক মিথ্যা ভুলি দিয়ে জনগনকে ধোকাঁ দিচ্ছে। এমন এক সময় মিথ্যার জুলিতে মঞ্চ নিয়ে পড়ে যাওয়ার নজির আমরা দেখছি। এই সরকারের যত কাজ সব শেখ মুজিবের কবরের আজাব আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা মৃত্য ব্যক্তির নামে কোন ক-ুদোয়া করি না। কথায় কথায় মিথ্যা বলে এই সরকার। মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তাপুর সোমবার (০৯ জানুয়ারি) ১১টায় এ সভা অনুষ্ঠিত হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সংগঠনিক সম্পদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ বাবুল আহাম্মেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আখম মোজাম্মেল হোসেন। সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল কুদ্দুস ধীরনের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মহিদ্দিন আহাম্মেদ, মুন্সীগঞ্জ শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট মাহবুব আলম স্বপন, সাবেক ভপি শাহীন, বিএনপি নেতা আতাউর রহমান বাবুল, সাবেক পৌর মেয়র এরাদত হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com