শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে শেষ প্রচারনায় ব্যাস্ত প্রার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। মেয়র পদে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, বাছাইপর্ব শেষে পাঁচ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করায় তিনজন প্রার্থী চড়ান্ত মনোনয়ন পেয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারী) থেকে শেষ হচ্ছে শেষ মুহুর্তের প্রচারণা। এতে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। উপ-নির্বাচনে মেয়র পদে যারা নির্বাচন করছেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মো. আব্দুস ছালাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১। এর মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মো. আব্দুস ছালাম যুগান্তর কে বলেন, আমি মেয়র থাকা কালীন সব সময়ই পৌরসভা ও সাধারণ মানুষের কল্যানে কাজ করেছি। কাজ করতে গেলে ভুলক্রুটি হতেই পারে, সেসব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আসুন সবাই মিলে পৌরসভার উন্নয়নে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী আমায় নৌকা প্রতিক দিয়েছেন। দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন কে কেন্দ্র করে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় আ‘লীগের নেতাকর্মীগন অক্লান্ত পরিশ্রম করে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করছেন, মহান আল্লাহ্পাক চাইলে আমি বিজয়ী হবো। স্বতন্ত্রপ্রার্র্থী শুভেন্দু সরকার পিন্ট বলেন, আমার কোন অর্থনৈতিক লোভ লালসা নাই, বিগত দিনে পৌরসভার সাধারণ ভোটারগনই আমায় নির্বাচিত করেছেন। আমি পৌরবাসীকে নিয়ে পৌরসভার উন্নয়নে বিগত দিনে কাজ করে গেছি। পৌরসভায় এখনো অনেক কাজ বাকী আছে, সঠিক পরিকল্পনা নিয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করতে চাই। সে লক্ষে আপনাদের মুল্যবান ভোট কামনা করছি। আশা করছি আমি বিজয়ী হবো। পৌরসভার ভোটার আব্দুল হাকীম বলেন, এটা কোন জাতীয় নির্বাচন নয়। এটা স্থানীয় সরকারের নির্বাচন। আমরা সব সময় যে প্রার্থীকে কাছে পাবো, কোন কাজের জন্য দুরে যেতে হবে না, পৌরসভার উন্নয়নে যিনি কাজ করবেন, যার কোন লোভ লালসা নাই, আমরা সে ধরনের প্রার্থীকেই এবার নির্বাচিত করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, ইতোমধ্যে সকল ভোট কেন্দ্র গুলো পরিদর্শ করেছি। প্রতিটি ভোট কেন্দ্র যথেষ্ট নিরাপত্তা বাহিনী মোতায়েন সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাক থাকবে। আগামী বৃহস্পতিবারের এই উপ-নির্বাচন সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন করতে পারবো ইনশাআল্লাহ। উল্লেখ্য : গত ১৯ অক্টোবর ২০২২ দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যবরণ করায় আগামী ১২ জানুয়ারি ২০২৩ এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com