ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী বিটে বন বিভাগের আওতাধীন এলাকায় করাত কল স্থাপন করে গাছ চিরাই করায় স্থানীয় বন বিভাগ ও প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। সোমবার (৯ জানুয়ারী) অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবুল কালাম, কালাম খান, আজিবর ও সোগাগ মিয়ার করাত কল জব্দ করে। ওই সময় কোন মালিক না থাকায় করাত সহ যন্ত্রপাতি জব্দ করে নিয়ে আসে। এসময় ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইচ উদ্দিন আহম্মদ, হবিরবাড়ী বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী, ক্যাম্প কর্মকর্তা আশ্নাফুল সহ পুলিশ বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা রইচ উদ্দিন আহম্মদ জানান, অভিযান চলাকালে করাত কলের কোন মালিক না থাকায় মালামাল জব্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।