বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

বিশ্বকাপ পর্যন্ত আফ্রিদিকে রাখতে চাচ্ছে পিসিবি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

চলতি বছর বিশ্বকাপ পর্যন্ত শহিদ আফ্রিদিকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত সোমবার জিও নিউজ এই খবর জানিয়েছে। বর্তমানে সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পুরুষদের জাতীয় নির্বাচন কমিটির অন্তর্র্বতীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আফ্রিদি।
নাজাম শেঠির নেতৃত্বে পিসিবি’র ম্যানেজমেন্ট কমিটি তাকে এই দায়িত্ব দেয়। নিয়োগের পর আফ্রিদি বলেছিলেন, ‘পিসিবি’র ম্যানেজমেন্ট কমিটি আমাকে এই দায়িত্ব দেয়ায় সম্মানিত বোধ করছি এবং আমার সর্বোচ্চটা দিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমাদের জয়ের পথে ফিরে যেতে হবে এবং কোনো সন্দেহ নেই যে মেধাতান্ত্রিক এবং কৌশলগত বাছাইয়ের মাধ্যমে আমরা জাতীয় দলকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে শক্তিশালী পারফরম্যান্স করতে এবং আমাদের ভক্তদের আস্থা পুনরুদ্ধার করতে সাহায্য করব।’ প্যানেলের অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতেখার আঞ্জুম, এবং আহ্বায়ক হলেন হারুন রশীদ (ব্যবস্থাপনা কমিটির সদস্য)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com