বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

রোনালদোর পাশে বার্সার বাসকুয়েটসকে চায় আল-নাসের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

সৌদি আরবের ক্লাব আল-নাসের এবার বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটসকে দলে নিতে চাচ্ছে। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকে সম্প্রতি দলে ভিড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আল-নাসের। ২০২৫ সাল পর্যন্ত রোনালদোর সাথে ১৭৭ মিলিয়ন পাউন্ডে চুক্তি হয়েছে সৌদি আরবের ক্লাবটির।
রুডি গার্সিয়ার দল এখন আরো একটি বড় ট্রান্সফারের মাধ্যমে আলোচনায় আসতে চাচ্ছে। বিশেষ করে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের চ্যালেঞ্জে দলকে শক্তিশালী করাই এখন তাদের মূল লক্ষ্য। সূত্রমতে জানা গেছে, ৩৪ বছর বয়সী অভিজ্ঞ বাসকুয়েটসকে আগামী গ্রীষ্মে ফ্রি ট্রান্সফার সুবিধয়া দলে নিতে আল-নাসের বার্ষিক ১৩ মিলিয়ন ইউরোর প্রস্তুব দিতে যাচ্ছে। বার্সেলোনার সাথে বাসকুয়েটেসের বর্তমান চুক্তির মেয়াদ ছয় মাসেরও কম সময় বাকি আছে। সে কারণেই ক্যাম্প ন্যু’তে তার ভবিষ্যত শঙ্কার মুখে পড়েছে। অভিজ্ঞ এই স্প্যানিয়ার্ডের সাথে মেজর লিগ সকারে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামির যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। ইতোমধ্যেই তাকে এ ব্যাপারে প্রস্তাব দেয়ার কথা শোনা গেছে। ২০২২ কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাসকুয়েটস। পুরো ক্লাব ক্যারিয়ারই তিনি বার্সেলোনায় কাটিয়েছেন। ২০০৮ সালে কাতালান জায়ান্টদের হয়ে তার অভিষেক হয়েছিল। সব ধরনের প্রতিযোগিতার এই মিডফিল্ডার বার্সেলোনার জার্সি গায়ে সাত শ’ ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন। বার্সার হয়ে এ পর্যন্ত জয় করেছেন ২৭টি ট্রফি। এর মধ্যে রয়েছে আটটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ।
গত সপ্তাহে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন বাসকুয়েটসের ভবিষ্যত গ্রীষ্মের আগেই সমাধাান করতে হবে। এ সময় লাপোর্তা বলেন, ‘সে আমাদের অধিনায়ক। সব পর্যায়ে তার মতো একজন খেলোয়াড়কে পেয়ে আমি দারুণ খুশি। রিয়াল বেটিসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে তার বার্সেলোনায় ম্যাচের সংখ্যা হবে ৭০০। এই তথ্য সে আজই আমাকে জানিয়েছে। ইতোমধ্যেই সে যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব পেয়েছে। আমি জানি সে এটা নিয়ে চিন্তা করা শুরু করেছে। কিন্তু নীতিগতভাবে মৌসুমের শেষ পর্যন্ত তার আমাদের দলেই থাকা উচিৎ। গ্রীষ্মের আগেই আমরা এ বিষয়য়ে কথা বলব। আমার মনে হয় তার হাতে বেশ কিছু সময় রয়েছে।’ প্রধান কোচ জাভি বলেছেন, এখনো বার্সেলোনার মূল একাদশে বাসকুয়েটস অপরিহার্য্য। জুন পর্যন্ত তার সাথে চুক্তি রয়েছে, দেখা যাক কী হয়। পুরো বিষয়টি এখন ক্লাব কিংবা আমার থেকেও বেশি নির্ভর করছে তার ওপর। কিন্তু আমরা তাকে রাজী করানোর জন্য চেষ্টা করতে পারি। এখনো তার হাতে ছয় মাস সময় বাকি আছে। এবারের মৌসুমে যা হয়েছে তার ওপর দৃষ্টি রেখেছি। সবসময় পরিকল্পনা মাফিক সব কিছু হয় না। এটা সবাইকে বুঝতে হবে।’
আজ বৃহস্পতিবার সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল বেটিসের মোকাবেলা করবে বার্সেলোনা। এই ম্যাচে হয়তোবা মূল একাদশেই দেখা যেতে পারে বাসকুয়েটসকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com