মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একজন অবিভাবককে বুঝতে হবে মাদকের সাথে তার পরিবারের কেউ জড়ালে সমাজের কেউ তাদের ভালো চোখে দেখবে না। শুধু সমাবেশ না মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঝালকাঠির নলছিটিতে বৃহস্পতিবার (১২জুনয়ারী) বিকালে থানা পুলিশের আয়োজনে সরকারি মার্চেণ্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে এ কথা বলেন, প্রধান অতিথি ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু(এমপি)। আরও বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ, পৌর মেয়র ওয়াহেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ডগ) শংকর কুমার দে, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ। ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহআলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান,মেম্বার,মসজিদের ইমাম,দলীয় নেতাকর্মীসহ বিপুল লোকজন অংশগ্রহন করেন। অনুষ্ঠানসূচিতে আরও রয়েছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।