ফরিদপুরের নগরকান্দা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমী (এম এন একাডেমীর) নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া। চলতি বছরে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লটারীতে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয়েছে সেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।