সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

আসুসের ভবিষ্যত প্রজন্মের গেমিং ল্যাপটপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

দুই বছর পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হলো প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। গত ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে এবারের আয়োজন, ৮ জানুয়ারি শেষ হয়েছে।
সিইএস মেলায় ম্যাক্সড আউট ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে বড় পরিসরে শক্তিশালী পারফরম্যান্সকে ফোকাস করে বিস্তৃত পরিসরের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে আসুস রিপাবলিক অব গেমার্স (আরওজি)। মেলায় ভবিষ্যত প্রজন্মের বেশ কিছু নতুন মডেলের গেমিং ল্যাপটপ প্রদর্শন করছে আসুস। যার মধ্যে রয়েছে- আরওজি স্ট্রিক্স স্কার এবং স্ট্রিক্স জি: নতুন আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (জি৮৩৪) ডিজাইন করা হয়েছে গেমারদের কথা মাথায় রেখে। এটিই প্রথম আরওজি ল্যাপটপ, যাতে আছে ১৮ ইি র নেবুলা ডিসপ্লে এবং ম্যাক্সিমাম কিউএইচডি ২৪০ হার্জ স্পেক। এছাড়া আরওজি স্ট্রিক্স স্কার পাওয়া যাবে ১৬ বা ১৭ ইি মডেলে। ১৬ ও ১৮ ইি র মডেলগুলো আসছে ১৩ প্রজন্মের ইন্টেল ২৪ কোরসহ আই৯-১৩৯৮০এইচএক্স প্রসেসরে। আরওজি স্ট্রিক্স স্কার ১৭ আসছে এএমডি রাইজেন ৯ জেন ৪ প্রসেসরে। যদিও আরওজি স্ট্রিক্স স্কার ১৬ আসছে অসাধারণ ১৬-ইি মিনি এলইডি কিউএইচডি ২৪০হার্জ নেবুলা এইচআরডি ডিসপ্লেসহ। যা দেবে অবিশ্বাস্য ভিজুয়াল অভিজ্ঞতা।
সবগুলো স্ট্রিক্স মডেলে উন্নত অপ্টিমাসসহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের ল্যাপটপ জিপিইউ থাকছে। ল্যাপটপের সিপিইউতে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল, ট্রাই-ফ্যান টেকনোলজি, ফুল-সাউন্ড ভেন্ট এবং ভারী কাজের ও চাপের মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম। স্ট্রিক্স মডেলগুলোতে ৬৪ ওয়াট বা ৯০ ওয়াটের ব্যাটারিসহ আসছে। সঙ্গে আসছে ১০০ ওয়াটের টাইপ-সি চার্জিং প্রযুক্তিতে।
আরওজি জেফিরাস সিরিজ: আরওজি জেফিরাস জি১৪ হলো একটি ১৪-ইি গেমিং জুগারনট, যাতে আছে প্রাণবন্ত আরওজি নেবুলা এইচডিআর মিনি এলইডি কিউএইচডি ১৬৫ হার্জের প্যান্টোন ভ্যালিডেটেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:১০ এবং ৭৬ ওয়াটের ব্যাটারি। এছাড়া অতিরিক্ত বিকল্প প্যানেল হিসেবে রয়েছে কিউএইচডি ১৬৫ হার্জ বা এফএইচডি ১৪৪ হার্জ সংস্করণ।
আরওজি জেফিরাস জি১৬ আসছে ১৩ প্রজন্মের ইন্টেল কোর আই৯-১৩৯০০ হার্জ প্রসেসরে। সর্বোচ্চ ১২০ ওয়াট টিজিপি, এমইউএস সুইচ এবং রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ ল্যাপটপ জিপিইউ। আরওজি জেফিসার জি১৪ সিরিজটি এসেছে এএমডি রাইজেন ৯ জেন, ৪ সিপিইউ এবং সর্বোচ্চ একটি এনভিডিয়া জিফোর্স আরটিএস ৪০ সিজি ল্যাপটপ জিপিইউএর সঙ্গে ১২৫ টিজিপি, এমইউএক্স সুইচ এবং এনভিডিয়া অ্যাডভান্সড অপ্টিমাসের সঙ্গে।
আরএজি জেফিসার এম১৬ আসছে ১৩ প্রজন্মের ইন্টেল কোর আই৯-১৩৯০০ হার্জের প্রসেসর এবং ১৪৫ ওয়াটের সর্বোচ্চ টিজিপি, এমইউএক্স সুইচ এবং এনডিভিয়া অ্যাডভান্সড অপটিমাসসহ একটি এনডিভিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের ল্যাপটপ জিপিইউ নিয়ে। এম১৬ এবং জি১৪ ব্যবহারকারীর ব্যক্তিত্ব প্রদর্শনের জন্য একটি কাস্টমাইজ অ্যানিমি ম্যাট্রিক্স ডিসপ্লেতে এসেছে। আরওজি জেফিরাস জি১৬ ল্যাপটপটিতে রয়েছে আরওজি নেবুলা ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪ শতাংশ এবং বর্ধিত অ্যাসপেক্ট রেশিও রয়েছে ১৬:১০, সেইসঙ্গে এতে রয়েছে একটি ৯০ ওয়াটের ব্যাটারি এবং এইচডিএমআই ২.১।
আরওজি ফ্লো এক্স১৩: আরওজি ফ্লো এক্স১৩ ল্যাপটপটিতে রয়েছে একটি এএমডি রাইজেন ৯ জেন ৪ সিপিইউ এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের ল্যাপটপ জিপিইউ। এতে রয়েছে ৩৬০ ডিগ্রি রূপান্তরযোগ্য ডিজাইন, যার চারটি মোড রয়েছে: ল্যাপটপ, ট্যাবলেট, টেন্ট এবং স্ট্যান্ড। এতে রয়েছে একটি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের ল্যাপটপ জিপিইউসহ একটি ঐচ্ছিক এক্সজি মোবাইল এক্সটার্নাল জিপিইউ।
আরওজি ফ্লো এক্স ১৬: আরওজি ফ্লো এক্স১৬ ডিভাইসেও চারটি স্বতন্ত্র মোডসহ একটি ৩৬০ ডিগ্রি রূপান্তরযোগ্য ডিজাইন রয়েছে: ল্যাপটপ, স্ট্যান্ড, টেন্ট এবং ট্যাবলেট। এটি ট্যাবলেট মোড এবং স্টাইলাস সমর্থনের জন্য শক্তিশালী স্টাইলাস সাপোর্ট করে। গেমারদের জন্য এতে ১৩ প্রজন্মের ইন্টেল কোর আই৯-১৩৯০০ হার্জের প্রসেসর, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের ল্যাপটপ জিপিইউ, ২ টেরাবাইট পিসিআইই ৪.০ এবং এক্স৪ এসএসডি স্টোরেজ রয়েছে। সর্বোচ্চ ১৬ জিবি ডিডিআর৫-৪৮০০ মেমোরি দেবে অসাধারণ পারফরম্যান্স।
আরওজি ফ্লো জেড১৩ : শক্তিশালী আরওজি ফ্লো জেড১৩ (জিজেড৩০১) গেমিং ট্যাবলেটটিতে রয়েছে ১৩ প্রজন্মের ইন্টেল কোর আই৯-১৩৯০০এইচ প্রসেসর এবং একটি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ ল্যাপটপ জিপিইউ, সঙ্গে জি-সিঙ্ক এবং ডিডিএস ২.০ সাপোর্ট। ১৩-ইি র চ্যাসিসের ওজন ১.১ কেজি এবং এটি ১২ মিলিমিটার পুরু। গেমাররা এতে কনসোল দিয়েও গেম উপভোগ করতে পারবেন, ভিন্ন ভিন্ন সব অ্যাঙ্গেল থেকে, যা দেবে ১৭০ ডিগ্রি অ্যাডজাস্টমেন্ট ভিউঅ্যাঙ্গেল। সেই সঙ্গে এতে এক্সটার্নাল এক্সজি মোবাইল জিপিইউ সাপোর্ট করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com