শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

মৌলভীবাজারে মরহুম অটোরিক্সা চালকের জন্য দোয়া ও পরিবারকে অর্থসহায়তা প্রদান

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারে হার্টএটাকে মৃতঃ অটোরিক্সা চালক আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেছে তার সংগঠন মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ২৩৫৯) এর অন্তর্ভুক্ত চৌমুহনা টু একাটুনা ইউনিট পরিচালনা কমিটি। চৌমোহনা টু একাটুনা ইউনিট কার্যালয় প্রাঙ্গনে সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়ার সঞ্চালনায় ও সভাপতি মোঃ রুমেল চৌধুরীর সভাপতিত্বে গেলো বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর দোয়া মাহফিল শেষে এ অর্থসহায়তা সহায়তা প্রদান করা হয়। অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথি পাল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি ও চৌমোহনা টু একাটুনা ইউনিটের সাবেক সভাপতি বাহারুজ্জামান মাখন। উপস্থিত ছিলেন চৌমোহনা টু একাটুনা ইউনিটের সহ-সভাপতি মোঃ মতলিব মিয়া, কোষাধক্ষ জামাল আহমেদ, সদস্য জুবেল মিয়া, শাহজাহান মিয়া, কামাল আহমেদ, ইকবাল আহমেদ, শফিক আহমেদ, আব্দুল করিম, সাজ্জাদ মিয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন- যারা নতুন চালক আছেন তাদের দক্ষতার জন্য ওয়ার্কশপ প্রয়োজন হলে সেখানে আমি আপনাদেরকে সবধরনের সহযোগিতা করবো। এ ইউনিট কমিটি শ্রমিকদের টাকা শ্রমিকদের মাঝে ফিরিয়ে দিচ্ছে এবং আগামীতেও শ্রমিকদের পরিবারের পাশে থাকবে বলে আশা করি। বিশেষ অতিথি আজিজুল হক সেলিম বলেন- অনেকের একটা ভুল ধারণা আছে সাধারণ শ্রমিকদের দৈনিক টাকায় নেতৃবৃন্দ বাড়ি-গাড়ি বানায়। কিন্তু, বাস্তবতা একটু ভিন্ন। কেননা সড়ক দুর্ঘটনা, অসুস্থতা, বিয়ে, ঈদ উপহার ও মৃত্যুর পর পরিবারকে এককালীন নগদ অর্থসহায়তা প্রদানের মাধ্যমে শ্রমিকদের টাকা পুনরায় শ্রমিকদেরকে ফিরিয়ে দেয়া হয়। আমরা শ্রমিকদেরকে সুসংগঠিত করার জন্য সংগঠন করি, নিজের চাহিদার জন্য নয়। উল্লেখ্য- ১০ জানুয়ারি মঙ্গলবার চৌমোহনা টু একাটুনা ইউনিট স্ট্যান্ডের সিনিয়র অটোরিক্সা চালক আব্দুর রহিম আকষ্মিক হার্টএটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com