মানিকগঞ্জে হ্যালোবাইকের পুরাতন প্লেটের লাইসেন্স নবায়নের দাবিতে রবিবার বেলা ১১ টায় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে মানিকগঞ্জের হ্যালোবাইক মালিক চালকরা। উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, পৌরসভার দায়িত্ব গ্রহণের পরই হ্যালোবাইকের পুরাতন লাইসেন্স নবায়ন দেওয়ার নিয়ম ভঙ্গ করে, মিথ্যা বানোয়াট কারণ দেখিয়ে গত ২৮/১০/২০২১ইং তারিখে পুরাতন প্লেট বাতিল ঘোষণা করে। ৫৫০জন হ্যালোবাইক মালিক শ্রমিকদের বিপদে ফেলে তাদের সংসার অচল করে দিয়ে নতুন প্লেট বিক্রি করেন। প্রতিবাদে পুরাতন লাইসেন্সের নবায়ন প্রার্থী ৫৫০ জনের পক্ষ থেকে সমিতির সাবেক সভাপতি হযরত আলী বিজ্ঞ সদর সিনিয়র জজ আদালত মানিকগঞ্জ দেওয়ানী ১২৩৩/২০২১নং মামলা দায়ের করেন। আদালতের রায়ের নির্দেশনা ছিল, পুরাতন লাইসেন্স এর নবায়ন দেওয়া অথবা নতুন লাইসেন্স দিলে পুরাতনদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা। উক্ত নির্দেশনা না মানিয়া মেয়র এবং কাউন্সিলরগণ তাদের মনোনিত ব্যক্তিদের নতুন লাইসেন্স প্রদান করায় আমরা ৫৫০ টি পরিবার অতি কষ্টে দিনযাপন করছি। সমিতির সভাপতি মোঃ সাদেক আলী এবং সাধারন সম্পাদক মোশারফ হোসেন লাভলু আরো বলেন বিজ্ঞ আদালতের উপর শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের পুরাতন প্লেটের গাড়ির উপর যেন হামলা করা না হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতি আমাদের আকুল আবেদন। উপরোক্ত বিষয়ে পৌর মেয়র মোঃ রমজান আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নাই।