মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজে কোনও আইন ভঙ্গ করলে তাকে সতর্ক করার আহ্বান জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর দফতরের মাসিক বৈঠকে কর্মকর্তাদের প্রতি এমন আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার। এদিন স্বচ্ছভাবে দেশ পরিচালনার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আইন ও প্রবিধান লঙ্ঘন করে এমন কিছু হলে অবশ্যই আমাকে অবহিত করতে হবে। যদি সেটা আমার দিক থেকেও আসে। সরকারের কর্মকর্তা, উপ-প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীদের কাছ থেকেও এমন কিছু পেলে আমাকে জানাতে হবে। আনোয়ার ইব্রাহিম বলেন, বদলির ভয়ে কর্মকর্তারা অনেক কিছু চেপে যেতে চান, এটা আমি জানি। কিন্তু আমার নির্দেশ পরিষ্কার। আমাকে অবশ্যই জানাতে হবে। বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ, প্রধানমন্ত্রীর দফতর বিভাগের মন্ত্রী (সাবাহ ও সারাওয়াক) আরমিজান আলী এবং সরকারের মুখ্য সচিব তান শ্রী মোহাম্মদ জুকি আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।