সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

 সারা দেশে মহানগর ও জেলা সদরে ২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশে: খন্দকার মোশাররফ হোসেন

শাহজাহান শাজু:
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন । - ছবি : খবরপত্র

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে পুলিশের বাধা
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ জানুয়ারি সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর স ালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেন প্রিন্সসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবশে পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে।
দেশের লুটের টাকা ভোটচোরদের পকেটে যাচ্ছে: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতা সর্বনি¤েœ নেমে এসেছে। আজকে সাধারণ মানুষের কাছ থেকে উচ্চ ট্যাক্স, উচ্চ বিলের মাধ্যমে টাকা লুট করা হচ্ছে। আর এ টাকা ভোটচোরদের কাছে যাচ্ছে। তারা ১০ হাজার কোটি টাকার কাজ ৩০ হাজার কোটি টাকা করে লুট করে নিয়ে যাচ্ছে। গতকাল সোমবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ১০ দফাসহ বিদ্যুৎ-এর মূল্য কমানোর দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বিদেশ গমন, বিভিন্ন প্রকল্পের নামে জনগণের টাকা চুরি হচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই লুটপাট আগামীতে আর করতে দেয়া হবে না। এখন দুবাই, কানাডা, লন্ডনে তাদের সম্পত্তি প্রকাশ পাচ্ছে। সব কিছুর বিচার হবে।
তিনি বলেন, নেতাদের গ্রেফতার করে, অত্যাচার করে আন্দোলন দমানোর সুযেগ নেই। আজকে আন্দোলন বাংলাদেশের জনগণের হাতে চলে গেছে। আগামী যে আন্দোলনের কর্মসূচি আসবে তাতে এ সরকার বিদায় নিতে বাধ্য হবে।
সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম, আটক বেশ কয়েকজন: চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা একটি মোটরসাইকেলে আগুন দেয়। পরে পুলিশ কাজির দেউড়ি ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলের আয়োজন করে নগর বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরীর নূর আহমদ সড়‌কে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএন‌পির বিক্ষোভ সমা‌বেশ চলাকালে কাজির দেউড়ি মোড়ে একটি মিছিল আসার পথে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় পুলিশ ও বিএন‌পি নেতাকর্মীদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সমাবেশ প- হয়ে যায়।
ধামরাইয়ে বিএনপি সভাপতিসহ আটক ৯: ঢাকার ধামরাইয়ে কেন্দ্র ঘোষিত বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিনসহ ৯ জনকে আটক করেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি আতিকুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com