রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

চলো এক সাথে মাতি উল্লাসে, এসো মিলি স্বেচ্ছাসেবী বন্ধনে” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দ্বিতীয় মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারী) দিন ব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয় মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। মিলন মেলায় সভাপতিত্ব করেন বিএম সাইদুজ্জামান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। কালীগঞ্জ উপজেলায় যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কাজ করেন তাদের নিয়ে এই মিলন মেলা। এবারের মিলন মেলায় ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩ শতাধিক সদস্য অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com