বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

নড়াইলে খোকন হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাসহ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের আব্দুর রউফ ওরফে খোকন হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাসহ মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় আগদিয়া জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে খোকন হুজুর বলেন, আমি দীর্ঘ ২৬ বছর যাবত সুনামের সঙ্গে ধর্মীয় সেবা দেয়ার পাশাপাশি ড্রাগ লাইসেন্সসহ প্রয়োজনীয় বৈধ সনদ গ্রহণপূর্বক প্রতিষ্ঠিত কোম্পানীর ওষধের মাধ্যমে আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসা প্রদান করে আসছি।আমার চিকিৎসা সেবা নিয়ে স্থানীয় ও দূরবর্তী এলাকার অসংখ্য নারী-পুরুষ ও শিশু উপকৃত হয়েছেন। যা সেবা গ্রহীতারাই বলে থাকেন। আমার চিকিৎসা সেবা কিংবা ধর্মীয় সেবা নিয়ে কেউ কোন প্রকার ক্ষতির সম্মূখীন হয়েছেন তার কোন নজীর কেউ বলতে কিংবা দেখাতে পারবেন না। বরঞ্চ সমস্যা পীড়িত মানুষ আমার চিকিৎসা সেবা কিংবা ধর্মীয় সেবা নিয়ে উপকৃত হয়ে সবসময় আমার জন্য দোয়া করে থাকেন।মানব কল্যাণে কাজ করাই হলো আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন, আমার চিকিৎসা সেবা ও ধর্মীয় সেবায় ইর্ষান্বিত হয়ে কতিপয় লোক আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মনগড়া ও ভিত্তিহীন কথা বলে বেড়াচ্ছেন। গত ১৩ জানুয়ারি সাংবাদিক পরিচয় দিয়ে ৩ব্যক্তি আগদিয়াস্থ আমার সেবাকেন্দ্রে এসে আমাকে নানাভাবে ভয়ভীতি প্রদান পূর্বক আমার কাছে টাকা দাবি করে।আমি টাকা দিতে অস্বীকার করলে তখন তারা আমার উপর চড়াও হয়।ওই ঘটনা দেখে আমার কাছে আসা রোগীরা ঘটনা প্রতিহত করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিনব্যক্তিকে সদর থানায় নিয়ে যায়। ঘটনা উল্লেখ করে আমি থানায় চাঁদাবাজি মামলা করি। আমি মামলা করার পর আমাকে ও আমার নিকটজনদের হেয় প্রতিপন্ন করতে চাঁদাবাজি মামলার আসামিরা পৃথক দুটি মামলা করেছে। আমি প্রকৃত সত্য ঘটনা তুলে ধরতে এবং মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সংবাদ সম্মেলনে এইচএম সিরাজ, এইচএম আহসান বিপ্লব, মুফতি সাজিদুর রহমান, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার মকিনুল ইসলাম, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি এসএম খানজাহান, সেক্রেটারি জনক কুমার দাস ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি ডা: এসএম নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com