মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

বরিশালে করোনাকালীন সময়ে পান চাষে ব্যপক সফলতা পেয়েছে কৃষকেরা

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

করোনা কালীন এ মুহুর্তে পান চাষে ব্যাপন সফলতা পেয়েছে বরিশাল জেলার কৃষকেরা। ২০১৯-২০ অর্থ বছরে বরিশাল জেলার ১০ উপজেলায় ২০ হাজার ৩৬ মেট্রিকটন পান উৎপাদন হয়েছে। এক সময় শুধু বারুই সম্প্রদায়ের মানুষরা পান চাষ ও এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে অনেক কৃষকরা পান চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। মেট্রোপলিটন এলাকা বাদে জেলার ১০ উপজেলার পান চাষিরা পানের বরজে এখন ব্যস্ত সময় পার করছেন। অনেকে আবার বরজ সংস্কার কাজে ব্যস্ত। বাঁশ ও বাঁশের শলা এবং জিআই তার দিয়ে মাচা তৈরি করে খড়-কুটা দিয়ে ছাউনি করে সুপারি গাছের পাতা ও কলা পাতা দিয়ে ঘিরে তৈরি করা হচ্ছে পানের বরজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ির সূত্রে জানা যায়, বরিশাল জেলার ১০ উপজেলায় ২ হাজার ৯২৫ হেক্টর জমিতে পান চাষ হয়। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ৪৫ হেক্টর, বাবুগঞ্জ উপজেলায় ১২৫ হেক্টর,উজিরপুর উপজেলায় ৩১৫ হেক্টর,বাকেরগঞ্জ উপজেলায় ৫০০ হেক্টর, গৌরনদী উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর, আগৈলঝাড়ায় উপজেলায় ২৭৫ হেক্টর,মুলাদি উপজেলায় ১৫০ হেক্টর, হিজলাউপজেলায় ১৬০ হেক্টর ,মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০০ হেক্টর, বানারীপাড়া উপজেলায় ১০৫ হেক্টর জমিতে পান চাষ হয়। খামারবাড়ির সূত্রে জানা যায়, এ সকল জমিতে হেক্টর প্রতি ফলন হয় ৬ দশমিক ৮৫ শতাংশ।উপজেলা ভিত্তিক হেক্টর প্রতি ফলন হয়,বরিশাল সদর উপজেলায় ৭ দশমিক ২৯ শতাংশ, বাবুগঞ্জ উপজেলায় ৬ দশমিক ৩০ শতাংশ,উজিরপুর উপজেলায় ৮ দশমিক ০ শতাংশ ,বাকেরগঞ্জ উপজেলায় ৭ দশমিক ১০ শতাংশ,গৌরনদী উপজেলায় ৬ দশমিক ১৫ শতাংশ, আগৈলঝাড়ায় উপজেলায় ৭ দশমিক ১০ শতাংশ,মুলাদি উপজেলায় ৮ দশমিক ০ শতাংশ,হিজলা উপজেলায় ৬ দশমিক ৮৫ শতাংশ ,মেহেন্দিগঞ্জ উপজেলায় ৭ দশমিক ১৫ শতাংশ, বানারীপাড়া উপজেলায় ৬ দশমিক ৭০ শতাংশ হেক্টর প্রতি ফলন হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ির সূত্রে আরও জানা যায়, ১০ উপজেলায় ২০ হাজার ৩৬ মেট্রিকটন পান উৎপাদন হয়েছে। উপজেলার ভিত্তিক পান উৎপাদন হয়েছে, বরিশাল সদর উপজেলায় ৩২৮ মেট্রিকটন, বাবুগঞ্জ উপজেলায় ৭৮৭ মেট্রিকটন ,উজিরপুর উপজেলায় ২ হাজার ৫২০ মেট্রিকটন,বাকেরগঞ্জ উপজেলায় ৩ হাজার ৫৫০ মেট্রিকটন, গৌরনদী উপজেলায় ৬ হাজার ৪৫৮মেট্রিকটন, আগৈলঝাড়ায় উপজেলায় ১ হাজার ৯৫৩মেট্রিকটন, মুলাদি উপজেলায় ১ হাজার ২০০মেট্রিকটন,হিজলা উপজেলায় ১ হাজার ৯৬মেট্রিকটন ,মেহেন্দিগঞ্জ উপজেলায় ১ হাজার ৪৪০মেট্রিকটন,বানারীপাড়া উপজেলায় ৭০৪মেট্রিকটন পান উৎপাদন হয়। জেলা কৃষি কর্মকর্তা মো: তাওফিকুল আলম জানান, করোনা কালীন সময়েও ভালো দাম পাওয়ায় পানের বরজে পান চাষ করছে পান চাষী। পান চাষের রোগ বালাই, পাকামাকড়ের আক্রমণ ও পচন থেকে রক্ষার জন্য কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হয় বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com