শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

পাখি কিনেন প্রভাবশালীরা, হরিণ শিকারও বেড়েছে

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

হাকালুকি হাওরে শিকারীদের শিকারকৃত পাখি কিনে নেন প্রভাবশালী পরিবারের লোকেরা, হরিণ শিকারও বেড়েছে উদ্বেগজনক হারে। সম্প্রতি হাকালুকি হাওরের চাতলা বিলে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, আইইউসিএন ও পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সচেতনমূলক সভায় বক্তাদের আলোচনায় এমনই তথ্য উঠে এসেছে। একসময় হাকালুকি হাওরে শুধু পাখি আর পাখির সমাগম ছিল। দিনে দিনে পাখির সমাগম ও সংখ্যা কমে গেছে। শীত মৌসুমে অনেক দূরের পথ পাড়ি দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পাখিরা আমাদের দেশে আসে এবং প্রায়শঃ শিকারীদের হাতে অনেক পাখি মারা পড়ে। এভাবে চলতে থাকলে একসময় আমাদের দেশে পাখির আগমন বন্ধ হয়ে যাবে। হাকালুকি হাওরের সৌন্দর্য ধরে রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। বেশি বেশি পাখির সমাগম হলে হাকালুকি হাওরে বেশী বেশী পর্যটকরা আসবে। এতেকরে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই, স্থানীয়ভাবে পাখি শিকার প্রতিরোধ করার বিকল্প নেই। অথচ, প্রতিরোধ তো নয়ই, উল্টো প্রভাবশালী পরিবারের মানুষরা শিকারিদের কাছ থেকে শিকারকৃত পাখি কিনে নেন। যেসব বাড়িতে পাখি সংরক্ষণ হবার কথা সেসব বাড়ির লোকেরাই পাখি শিকার কর্মকান্ডে জড়িত। এলাকার অনেক বড় বড় প্রভাবশালী পরিবারের লোকেরা শিকারিদের কাছ থেকে শিকারকৃত পাখি নেন, হরিণ কিনে নেন। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লাঠিটিলা বনাঞ্চলে এখন হরিণ শিকার উদ্বেগজনক হারে বেড়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com