এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্ভে শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন মানিকগঞ্জ এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। মানিকগঞ্জ এলজিইডির আয়োজনে সোমবার বিকেল ৩ টায় মানিকগঞ্জ মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী শাকিল রোহাসাইন, উপসহকারী প্রকৌশলী মোঃ মহিন হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসলাম হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, এলজিইডির ল্যাব টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, উচ্চমান সহকারীসহ সকল কর্মকর্তা কর্মচারী। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃতে এলজিইডির প্রকৌশলীরা দেশের মান উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, প্রকৌশলীদের উপর এরকম ন্যাক্যারজন হামলাকারীদের বিচারের আওতায় এনে।দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান পূর্বক প্রকৌশলীদের নিরাপত্ত নিশ্চিত করার দাবী জানান।