শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী রৌমারীতে বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত মাধবদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা লতিফ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ সফরে দল নির্বাচন নিয়ে চিন্তায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

আসন্ন বাংলাদেশ সফরে সীমিত ওভারের সিরিজে দল নির্বাচন নিয়ে চিন্তায় পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের লোভনীয় পারিশ্রমিকের কারণে বাংলাদেশ সফরে না খেলার সিদ্বান্ত নিয়েছেন ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার।
পাশাপাশি কিছু ইনজুরি সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে অনেক নতুন মুখকে দেখা যাবে ইংল্যান্ড দলে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত ওভারের কোচ ম্যাথু পট ও অধিনায়ক জশ বাটলারের নেতৃত্বে তরুণ প্রতিভাবান ও নতুন মুখ নিয়েই দল গঠন করবে ইংল্যান্ড।
এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজটি ২০২১ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত হয়।
‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে আরো বলা হয়, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন ওপেনার অ্যালেক্স হেলস। লোভনীয় পারিশ্রমিকের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে না খেলে পিএসএলে খেলার সিদ্বান্ত নিয়েছেন তিনি। আসন্ন পিএসএল-এ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হেলস। হেলসের মত, পিএসএলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে নিয়মিত স্যাম বিলিংস, লিয়াম ডসন ও জেমস ভিন্সও। ১৩ ফেব্রুয়ারি ১৯ মার্চ পর্যন্ত চলবে পিএসএলের অষ্টম আসর। আগামী পহেলা মার্চ বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে ইংল্যান্ড। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারী ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষ হবে ওয়েলিংটনে ২৮ ফেব্রুয়ারি। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়া ক্রিকেটারদের বাংলাদেশ সফরে পাবে না ইংলিশরা। এছাড়া হ্যারি ব্রুক, বেন ডাকেট, অলি স্টোন (বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ব্যস্ত) এবং জো রুটকেও পাওয়া যাবে না। এখনো ওয়ানডেতে অভিষেক না হওয়া উইল জ্যাকসকে ওপেনিং বিকল্প হিসেবে দেখা হচ্ছে। টেস্ট দলের অংশ হিসেবে আছেন তিনিও। চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের দলেও নেই জ্যাকস। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর এসএ২০ ক্রিকেটে খেলার অনুমতি দেয়া হয়েছে তাকে। নিউজিল্যান্ড সফরের পর পিএসএলে খেলবেন জ্যাকস। বদলি খেলোয়াড় হিসেবে তাকে দলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। শ্রীলঙ্কা সফরে থাকা ইংল্যান্ড লায়ন্স থেকে সম্ভবত কয়েকজনকে মূল দলে নেয়া হতে পারে। বাংলাদেশ সফরে ফিরতে পারেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সফরের পর বর্তমানে বিশ্রাম থাকা পেসার মার্ক উড।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com