দুঃসময়ে যারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগের সাথে আতাত করে তাদেরকে দলে স্থান দেওয়া হবে না।ত্যাগী ও সাহসী কর্মীদের মাধ্যমে উপজেলার সবক’টি ইউনিট যুবদলের কমিটি গঠন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে বাগেরহাট জেলার ১২টি ইউনিটের দ্বিতীয় দিনে ৫টি উপজেলা ও ১টি পৌর কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি আলী আকবর চুন্নু একথা বলন। সোমবার শহরের মেইন রোড (থানার মোড়ে) জেলা বিএনপির দলিয় কার্যালয় চত্বরে জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সভাপতি মাহবুব হাসান পিয়ারু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দীন ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক শামীম কবির প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, বাগেহাট জেলা যুবদলের এই কমিটির গতিশীল নেতৃত্ব তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। বাগেরহাট যুবদল নিখুঁত নেতৃত্বের একটি কাফেলা হিসেবে দল দেখতে চায়। তাই দলকে শক্তি শালী করতে হলে ত্যাগী ও সাহসী কর্মীদের মাধ্যমে উপজেলা ও পৌরসভার যুবদলের কমিটি গঠন করা হবে। বক্তারা আরো বলেন, ত্যাগী ও সাহসী কর্মীদের মাধ্যমে উপজেলার সবক’টি ইউনিট যুবদলের কমিটি গঠন করা হবে।