শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

উত্তম কুমার বর্মন আটোয়ারী (পঞ্চগড়) :
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

আটোয়ারীতে উপজেলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সভায় মাদক, চোরাচালান, বাল্য বিবাহ,নারী নির্যাতন, মোবাইল সেটে জুঁয়া খেলা, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেপরোয়াভাবে মোটর বাইক চালানো, অপরিচিত এবং বহিরাগত যুবক মোটর বাইক নিয়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করা, ফকিরগঞ্জ বাজারে বাস,সিএনজি, অটো বাইক বিশৃঙ্খলভাবে স্ট্যন্ড করা, সীমান্তরক্ষী বিজিবি বাহিনীকে সীমান্ত রক্ষায় আরো সতর্ক ভুমিকা রাখা, সামাজিক অবক্ষয় রোধে এলাকার সুধি সমাজকে বিশেষ ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করে আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার সহ তাঁর বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ পিতার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করা হয়। সভায় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অন্যান্য উপজেলার চেয়ে আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভাল। তিনি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো ভাল করার বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, গিরাগাঁও বিজিবি কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম, বালাপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ। সভায় অন্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দীন পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে করতালির মাধ্যমে ওসি ইজার উদ্দীনকে উৎসাহিত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com