এতিমের জমি আত্মসাতের অসৎ উদ্দেশ্যে মোসা: লুতফা আক্তার নামের এক মহিলা তাকে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে সম্প্রতি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়। মোসা: লুতফা আক্তাারের অভিযোগ তাকে ডেকে নিয়ে রড় ও দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় আঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তার মাথা কেটে গেছে। আক্রান্ত হয়ে তিনি চিৎকার করিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে স্থানীয়রা টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফার করেছেন। গতকাল বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তার মাথায় ১৪ টি সেলাই করা হয়েছে। তিনি জানান,গত ৩ বছর আগে তার স্বামী মৃত ফজলুল হক ১ ছেলে ১ মেয়ে রেখে মারা গেছেন। তার স্বামীর পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করেছে। তিনি আরো জানান,তার স্বামীর পৈতিক সম্পত্তি নিয়ে দেওর, ভাসুর, ননাসদের সাথে বিরোধ চলছে। জীবন নাশের হুমকির আশংকায় দুর্র্বৃত্তদের নাম উল্লেখ্য করে লুতফা আক্তার বাদী হয়ে গত ২৮-৭-২২ইং স্থানীয় থানায় একটি মামলা আদায়ের করেছেন, মামলা নং-৩০০/২২। আসামীদের মধ্যে সাইফুল ইসলাম ও নজরুল ইসলামের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।