অসুস্থ মানুষ আসলে তাকে সর্বোচ্চ সেবা প্রদান করা আমাদের লক্ষ্য। আমরা সুন্দর সেবা দিতে পারলে রোগি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার, নার্স, ব্রাদার’স সহ সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবা’ই একজন রোগির কান্না থামবে। রোগি আসবে কেঁদে, যাবে হেঁসে এটাই আমাদের লক্ষ্য। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে’র এই সময়ে আমরা আল্লাহর রহমতে রোগিদের সেবা দিয়ে যাচ্ছি। সবাই কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব ইনশা-আলাহ। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিদের বার্ষিক সাধারন সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ অলক বাহাদুর নেওয়ার, বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সচিব ডাঃ আকতার আহমদ, হাসপাতালের নির্বাহি পরিচালক মিসেস ফরিদা ফারিয়া, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার খালেদ বিন আলী, সাংবাদিক আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসপাতালের ম্যানেজার জামাল হোসেন, সিনিয়র ল্যাব টেকনিশিয়ান অজয় দেব, এক্স-রে টেকনিশিয়ান তরুন চাকমা, ক্লিনিক্যাল সুপারভাইজার সিরাজ উদ্দীন, একাউন্স অফিসার শহিদুল ইসলাম, আউটডোর ম্যানেজার রিসিপসন সরোয়ার কামাল, সুপারভাইজার মোঃ শাহাবউদ্দীন, ইনডোর রিসিপসনিস্ট ওসমান গনি, মার্কেটিং অফিসার মোঃ সাকিব, মোঃ জুয়েল, সিনিয়র নার্স এ্যানি, ল্যাব সহকারি লিজা।