সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

চৌগাছা উপজেলায় লক্ষ্য মাত্রার অধিক জমিতে আলু চাষ

জাহাঙ্গীর আলম (চৌগাছা) যশোর
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

চৌগাছা উপজেলায় লক্ষ্য মাত্রার অধিক জমিতে আলু চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছে চাষীরা। রোগ বালাই কম হওয়ায় আলুর বাম্পার ফলন হবে বলে মনে করছে চৌগাছার কৃষক ও কৃষি অফিস। উপজেলার পৌরসভা সহ ৩ টি ইউনিয়নের মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। এছাড়া অল্পদিনেই আলু চাষে অধিক লাভজনক হওয়ায় চাষীরা আলুচাষে ঝুঁকে পড়েছে। এদিকে অধিকাংশ কৃষক আলুচাষ করাই কৃষি বিভাগের লক্ষ্য মাত্রার অধিক জমিতে আলুচাষ হয়েছে। চৌগাছা কৃষি অফিস উন্নয়ন বিভাগ থেকে কৃষি উপসহকারি রাশেদুল ইসলাম জানান, এই অর্থবছরে উপজেলায় আলুচাষের লক্ষ্য মাত্রা ৩১০ হেক্টর।
চাষ করা হয়েছে ৩২০ হেক্টর জমিতে। যা আমাদের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে। তবে পৌরসভা, ও ৩ টি ইউনিয়ন (স্বরুপদাহ, নারায়ণপুর, ও হাকিমপুরে) আলুচাষের জন্য বেশি উপযোগী। এছাড়া উপজেলার অন্যান্ন ইউনিয়ন গুলোতেও কিছু আলু চাষ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, কৃষি বান্ধব উপজেলা গড়তে কৃষকদের প্রশিক্ষণ, উৎপাদন খরচ কমানো ও সার্বিক সহোযোগিতার বিকল্প নাই। আর এটা আমরা চেষ্টা করব। উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস বলেন, উপজেলায় কার্ডিনাল ও ডায়মন্ড জাতের আলু ছাড়াও অন্যান্ন নতুন জাতের বীজ আলুও চাষ করা হয়েছে। আর এজাতের আলুই ভালো ফলন পাওয়া যায়। লক্ষ্য মাত্রা অর্জনে কৃষকের আগ্রহ পরিশ্রম আমাদেরকে সহযোগিতা করেছে। পাশাপাশি ডি বাহিনীরও অনেক সহযোগীতা রয়েছে। কৃষকের উৎপাদন খরচ কমানোর দাবি উর্ধতন মহলে জানিয়ে আমি সর্বাত্মক চেষ্টা করব। কেননা কৃষি অর্থ ব্যাবস্থা জোরদার করতে,যদি সরকারি কৃষি বিভাগ সার কিটনাশকের মুল্য কমিয়ে, উৎপাদন খরচ কমাতে পারে , এবং কৃষি উপসহকারী অফিসারদের মাধ্যমে সরেজমিনে তদারকির করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com