বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
সোনালু, কৃষ্ণচূড়া ও জারুল ফুল প্রকৃতিকে সাজিয়েছে ভিন্ন সাজে প্রচন্ড গরমে বরিশালের তৈরী হাত পাখা দেশব্যাপি মানুষের শরীর শীতল করছে, ভাল নেই পাখা কারিগররা সুটিয়াকাঠী ইউনিয়নের গণ মানুষের ঢল নেমেছে আনারস প্রতীকের পক্ষে মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালো দুর্গাপুর উপজেলা প্রশাসন জলঢাকায় নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করার অভিযোগ কালীগঞ্জে পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবির ঋণ বিতরণ সৎ ও নিষ্ঠাবান উপজেলা চেয়ারম্যান রেজবী-উল-কবির নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ফটিকছড়িতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বশর নামে এক সিএনজি ড্রাইভারকে মারধর! দুর্গাপুরে বিশ্বমা দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ

সবজি বাগানে বেড়েছে পরিবারের আয় ও পুষ্টি

আপেল মাহমুদ রুহিয়া (ঠাকুরগাঁও) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ন্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার পাঁচটি ইউনিয়নের ১৫০টি বাড়িতে পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে। এতে সরকারি প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষককে ১৫ জাতের সবজির বীজ, বাগান তৈরির আনুসাঙ্গিক ব্যয় বাবদ নগদ ১ হাজার ৯৩৫ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে তাদের পুষ্টিসম্মত সবজি চাষে অনুপ্রেরণা দেয়ায় প্রশংসিত হয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়। রুহিয়া থানার পাঁচটি ইউনিয়নে ‘বাড়ির পাশে বাগ-বাগিচা, শাক-সবজির চাষ, ফুল দেবে, ফল দেবে, পুষ্টি বারো মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপজেলায় গড়ে উঠেছে এসব পুষ্টি বাগান। পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে এসব বাগানের আগাম জাতের শীতকালীন সবজি। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বসতবাড়ির আঙিনাসহ পতিত জমিতে তৈরি হচ্ছে পারিবারিক এসব পুষ্টি বাগান। ১৫ জাতের শাক-সবজি চাষ করে আলোর মুখ দেখছেন উপজেলার ৬৪০টি কৃষক পরিবার। কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় জানান, বাড়ির আঙিনাসহ পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এ সবজি ক্ষেত তৈরি ও পরিচর্যার জন্য প্রতি কৃষককে দেওয়া হয়েছে ১ হাজার ৯৩৫ টাকা। এছাড়া বিনামূল্যে লাউ, সিম, ঢেঁড়স, ডাটা, ধনিয়া, চিচিংগা, পুই শাক, কলমি শাক, লাল শাক, পালং শাক, মুলা, করলাসহ ১৫ ধরনের সবজি বীজ দেওয়া হয়েছে। এসব বীজ রোপণ করে কৃষকের বাড়ির আঙ্গিনাসহ পতিত জমি এখন সবুজে সমারোহ। যা তাদের পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com