শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

এহসান পুনরায় সভাপতি এবং আলী পুনরায় সম্পাদক নির্বাচিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

শ্রীমঙ্গলে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের কমিটি পুনর্গঠন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর অফিস মিলনায়তনে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সংগঠনের সকল সদস্যদের সর্বোচ্চ মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৫ সালের কমিটিতে শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এবং পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের প্রধান শিক্ষক আলী আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষদের কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ও শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ। সভায় আগামী ৩ বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম নাঈম, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন রোজ ভিউ মডেল স্কুল এর প্রধান শিক্ষক জাফরিন নাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন এভারেস্ট মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ ইবরাহিম মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন নাইস মর্নিং কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হন দি ইলেট ফুলতলি কিন্ডারগার্টেন স্কুেের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হন আশিদ্রোন মডেল স্কুলের প্রধান শিক্ষক খসরু মিয়া, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের সহকারী শিক্ষক দিলদার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হন দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল এর সহকারী শিক্ষক তাসলিমা আক্তার শিফা এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন রোজ ভিড মডেল স্কুলের সহকারী শিক্ষক জিনাত পারভিন চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের শিক্ষক পম্পা রানী পাল, রোজ ভিড মডেল স্কুলের সহকারী শিক্ষক পূনম বারই, মৌটুসী দাশ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক শর্মী রানী ঘোষ, নিপা আক্তার, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল এর শিক্ষক খালেদুর রহমান, জান্নাতুল ফেরদাউস, মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মীর হোসেন, অজিত দাস, আশিদ্রোন মডেল স্কুলের শিক্ষক সামছুল ইসলাম, কাওছার আহমদ এবং নাইস মর্ণি কেজি স্কুলের শিক্ষক উজ্জ্বল আচার্য। সভায় ৫ সদস্য বিশিষ্ট ‘উপদেষ্টা’ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুনরায় উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক দেশ বাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার সাংবাদিক ইসমাইল মাহমুদ, ডা. নাজিম আল কোরেইশি রিফাত, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কল্যাণ দেব জীবন এবং মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন। প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে ‘কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ’ গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংগঠনটি করোনাকালসহ শিক্ষকদের বিভিন্ন দুঃসময়ে নানাভাবে সহযোগিতা করে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com