বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

শ্রীপুরে জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই বিঘা জমি জোরপূর্বক দখল করে একটি কারখানার কর্তৃপক্ষের কাছে বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভুগীরা। গতকাল রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ভোক্তভুগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, টেক্সটেক গার্মেন্টস-এর স্বত্বাধিকারী মতিয়ার রহমান, মোর্শেদ সরকার ও আক্তার হোসেন। ভুক্তভোগী শামছুল আলম সংবাদ সম্মেলনে বলেন, আমিসহ গাজীপুর গ্রামের মোশারফ হোসেন, কামাল আহমেদ ও সেলিম আহমেদ এই চারজন বন্ধু মিলে চারটা দলিলে স্থানীয় সাজ্জাদ গংদের থেকে ৬৫ শতাংশ জমি ৪০ লাখ টাকায় ক্রয় করি। যেখানে আমরা ভোগদখলে ছিলাম। সম্প্রতি আমাদের অগোচরে অভিযুক্তরা আমাদের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে। আমরা জমিতে গেলে আমাদের সাথে বসে মীমাংসা করার প্রস্তাব দিয়ে বিভিন্ন টালবাহানা করে কালক্ষেপন করে। পরবর্তীতে আমরা অভিযুক্তদের পুনরায় জিগ্যেস করলে আমাদেরকে ভয়ভীতি ও হুমকি দেয়। এমতাবস্থায় আমরা খুবই অসহায় হয়ে থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। আমরা আমাদের জমি উদ্ধারসহ সুষ্ঠু তদন্তে সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। শ্রীপুর থানার (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com